বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

চুয়াডাঙ্গায় টিসিবির ৪৫ টাকা দরে পেঁয়াজ বিক্রি

 

 চুয়াডাঙ্গা প্রতিনিধি: অবশেষে চুয়াডাঙ্গায় ৪৫ টাকা দরে পেঁয়াজ বিক্রি শুরু করেছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে পেঁয়াজ বিক্রির কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার।

এসময় জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) সিব্বির আহমেদ, জেলা মার্কেটিং কর্মকর্তা শহিদুল ইসলাম, টিসিবির ডিলার মেসার্স কাকুলি ট্রেডার্সের মালিক সিরাজুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে কম দামে টিসিবির পেঁয়াজ কিনতে ভীড় জমান দুই শতাধিক নারী-পুরুষ। কমদামে পেঁয়াজ কিনতে পেরে খুশি তারা।

জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার জানান, চুয়াডাঙ্গায় আজ থেকে টিসিবির ৪৫ টাকা দরে পেঁয়াজ বিক্রি শুরু হয়েছে। প্রথম দিনে ৪ হাজার কেজি পেঁয়াজ বরাদ্দ পাওয়া গেছে। পরে আরও বরাদ্দ পাওয়া যাবে বলেও জানান তিনি।

Similar Articles

Advertismentspot_img

Most Popular