দামুড়হুদার পৃথক স্থানে বিজিবির চোরাচালানবিরোধী অভিযান
নিউজ ডেস্ক:দামুড়হুদা উপজেলার বিভিন্ন স্থানে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ভারতীয় মদসহ বিভিন্ন প্রকার মালামাল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল মঙ্গলবার ও গত সোমবার পৃথক অভিযানে এসব চোরাচালান উদ্ধার করা হয়। চুয়াডাঙ্গা-৬ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক নিস্তার আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, গতকাল মঙ্গলবার সকাল আনুমানিক আটটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধীনস্থ বিশেষ টহল কমান্ডার নায়েক মো. মনির হোসেন ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত দর্শনা বাসস্ট্যান্ড থেকে ৫টি থ্রিপিস, ৮টি ওয়ান-পিস, ৩২৬টি বিস্কুট, ২টি হরলিক্স, ৯৪টি ভ্যাসলিন, ৬টি পেস্ট, ২৪টি চকলেট, ১টি মোবাইল এবং ৫টি স্প্রে উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ৫০ হাজার ৯৩০ টাকা। একইদিন সকাল ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন-৬ বিজিবির অধীনস্থ বিশেষ টহল কমান্ডার নায়েক মো. মনির হোসেন ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা তিন রাস্তার মোড় নামক স্থান থেকে ৩টি ভারতীয় শাড়ি, ২টি শেরোয়ানি, ৪টি চাদর, ৮টি নাইট ড্রেস, ৬টি প্যান্ট পিস, ২১টি ব্রা, ২ কেজি চা-পাতা, ২টি শ্যাম্পু এবং ১০টি স্টিকার উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ৫৮ হাজার ৭৫০ টাকা। এদিকে, গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবির বিশেষ টহল কমান্ডার নায়েক মো. মনির হোসেন ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দর্শনা পেট্রোল পাম্পের সামনে থেকে ৫টি ভারতীয় শাড়ি, ৬টি নাইট ড্রেস, ১টি থ্রিপিস, ২টি ওয়ান-পিস, ১টি হরলিক্স, ১৬ প্যাকেট আঁচার, ৭ প্যাকেট বাদাম, ২৯৭টি বিস্কুট এবং ২৭টি কসমেটিকস সামগ্রী উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ৪২ হাজার ৬৪০ টাকা। অপর দিকে, গত সোমবার রাত সাড়ে নয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধীনস্থ বারাদি বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মো. শাহ আলম ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত বারাদি গ্রামের মাঠ থেকে ৫৯ বোতল ভারতীয় মদ উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ৮৮ হাজার ৫ শ টাকা।