দামুড়হুদার চাকুলিয়ায় স্মার্ট স্কুল উদ্বোধনকালে ডিসি নজরুল ইসলাম সরকার
নিউজ ডেস্ক:দামুড়হুদা উপজেলার স্মার্ট স্কুলের উদ্বোধন করা হয়েছে। উপজেলার চাকুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে স্মার্ট স্কুল হিসেবে ঘোষণা করা হয়। গতকাল সোমবার বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ স্মার্ট স্কুলের উদ্বোধন করেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, শিশুরা যাতে স্কুলে গিয়ে আনন্দ পায় এবং স্কুলে গিয়ে সব কিছুর সঙ্গে মানিয়ে নিতে পারে, সে জন্য কিছু করা প্রয়োজন। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। শিশুদের আদর করে মানসিক বিকাশ ঘটাতে হবে। কোনো রকম চাপ দিয়ে শাসন করা যাবে না। তাদের হেসে-খেলে বেড়ে উঠতে দিতে হবে। ঝরে পড়া শিক্ষার্থীদের স্কুলমুখী করতে হবে। একই সঙ্গে বাল্যবিবাহ রোধে সবাইকে ভূমিকা রাখতে হবে।
দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মুনিম লিংকনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনসুর বাবু, ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা খাতুন, উপজেলা শিক্ষা কর্মকর্তা সাকি সালাম, সহকারী শিক্ষা কর্মকর্তা সেলিম রেজা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, ইউপি চেয়ারম্যান শাহ এনামুল করিম ইনু, ইউপি সদস্য সেকারুদ্দিন, প্রধান শিক্ষক মতিউর রহমানসহ অন্য শিক্ষকেরা।
বিদ্যালয়ে যেয়ে দেখা যায়, বিদ্যালয়টিকে বিভিন্ন রঙে রাঙিয়ে আলাদাভাবে শোভা বাড়িয়ে তোলা হয়েছে। বিদ্যালয়ের সামনে প্রাচীরজুড়ে রং-তুলি দিয়ে আঁকা হয়েছে রংধনুর সাতরং। স্কুলে ঢোকার প্রধান ফটকে বাহারি ফুলের ছবি দৃষ্টি কাড়বে সবার।
এ প্রসঙ্গে দামুড়হুদা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাকি সালাম বলেন, এ স্কুলের প্রতিটি ক্লাসরুমে রয়েছে কম্পিউটার। ১ম থেকে ৫ম শ্রেণি পর্যন্ত সব বইয়ের সফট ভার্সন দেওয়া আছে কম্পিউটারে। মহানুভবতার দেয়াল আছে এখানে। স্টুডেন্ট অব দ্য মান্থ ঘোষণা, জানতে চাই কর্নার, মুক্তিযোদ্ধা কর্নার, বঙ্গবন্ধু কর্নার, ছোটদের খেলাধুলার ঘর, বুক কর্নারসহ ডিজিটাল হাজিরা মেশিন ও স্মার্ট আইডি কার্ড দেওয়া হয়েছে। এ ছাড়াও সব ক্লাসরুমে সিসি ক্যামেরা, ডিজিটাল ঘণ্টা এবং পুরো স্কুলটিতে সাউন্ড সিস্টেম রয়েছে।























































