নিউজ ডেস্ক:জীবননগর পৌরসভার রাস্তাগুলো ছোট-বড় খানাখন্দে ভরা। এতে করে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ মানুষের। তিন বছর আগে জীবননগর পৌরসভার প্রধান প্রধান রাস্তাসহ কয়েকটি ওয়ার্ডের রাস্তায় সংস্কারের কাজ করা হয়। কিন্তু বেশকিছু ওয়ার্ডে সংস্কারের কাজ না করায় হালকা কিংবা মাঝারি বৃষ্টি হলেই চলাচলের অনুপযোগী হয়ে পড়ে রাস্তাগুলো।জীবননগর পৌরসভার রাস্তাগুলো ছোট-বড় খানাখন্দে ভরা। এতে করে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ মানুষের। তিন বছর আগে জীবননগর পৌরসভার প্রধান প্রধান রাস্তাসহ কয়েকটি ওয়ার্ডের রাস্তায় সংস্কারের কাজ করা হয়। কিন্তু বেশকিছু ওয়ার্ডে সংস্কারের কাজ না করায় হালকা কিংবা মাঝারি বৃষ্টি হলেই চলাচলের অনুপযোগী হয়ে পড়ে রাস্তাগুলো। সরেজমিনে দেখা গেছে, জীবননগর পৌর শহরের আলম মেডিকেল হলের সামনে, ইসলামী ব্যাংক, মহানগর সিনেমা হলের সামনে, থানা মোড়, ৪ নম্বর ওয়ার্ডের মহানগর উত্তরপাড়া, হাসপাতালের সামনে, রাজনগর পাড়াসহ একাধিক স্থানের রাস্তাগুলো ছোট-বড় খানাখন্দে ভরে গেছে। যার ফলে এসব রাস্তাগুলো যান চলাচল ও সাধারণ মানুষের চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ব্যবসায়ী আব্দুর রহিম বলেন, থানা মোড়ের রাস্তাটি অনেক দিন যাবৎ গর্তে পরিণত হয়েছে। একটু বৃষ্টি হলেই এখানে হাঁটুপানি জমে যায়। যার ফলে এখানে তেমন কোনো ক্রেতা মালামাল কেনান জন্য দাঁড়াতে চান না। তা ছাড়া এ দিকে থানা হওয়ার ফলে এটি একটি ব্যস্ততম সড়কেও পরিণত হয়েছে। এই রাস্তাটি যদি দ্রুত সংস্কার করা হয়, তা হলে জনদুর্ভোগ অনেক কমবে। ভ্যানচালক আব্দুল খালেক বলেন, ‘জীবননগর পৌর শহরের রাস্তাগুলোর অনেক স্থান আজ গর্তে পরিণত হয়েছে। যার ফলে ভ্যান চালাতে অনেক কষ্ট হয়। তা ছাড়া রাস্তায় গর্ত থাকার ফলে অনেক সময় ভ্যানের অনেক ক্ষতিও হয়। বর্তমানে যে হারে জিনিসের দাম বৃদ্ধি পেয়েছে, তাতে দিনের শেষে খরচ-খরচা বাদ দিয়ে কোনো রকম সংসার চলে। যদি রাস্তাটি সংস্কার করা হয়, তাহলে আমাদের দুর্ভোগ লাঘব হবে।’ জীবননগর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সোয়েব আহম্মেদ অঞ্জন জানান, ‘৪ নম্বর ওয়ার্ডে যে রাস্তাগুলোর কাজ বাদ আছে, সেগুলোর চাহিদা দিয়েছি। আশা করি, খুব শিগগিরই এ রাস্তাগুলো সংস্কার করা হবে।’ জীবননগর পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলম জানান, ‘জীবননগর পৌরসভার প্রধান সড়কসহ যে রাস্তগুলোরই সমস্যা হচ্ছে, পৌরসভা থেকে সে রাস্তগুলো সংস্কারের জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

































