রবিবার | ৪ জানুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে অপরিকল্পিত উন্নয়নের নগ্ন চিত্র,ড্রেনের ভেতর দাঁড়িয়ে বৈদ্যুতিক খুঁটি Logo গাইবান্ধা ৫ টি আসনে বৈধ ২৯ প্রার্থী, ১৬ প্রার্থী বাতিল  Logo জাতীয় প্রেসক্লাব সভাপতি ও দৈনিক কালের কণ্ঠের সম্পাদক হাসান হাফিজ Logo বীরগঞ্জে প্রশাসনের সহযোগিতা কামনা করে সংবাদ সম্মেলন Logo দক্ষিণ লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষীদের কাছে ইসরায়েলি সেনাদের গুলিবর্ষণের অভিযোগ Logo শেষ হলো ৩ দিনের রাষ্ট্রীয় শোক Logo চুয়াডাঙ্গা জীবন নগরে জাতীয় সমাজসেবা দিবস পালিত Logo খালেদা জিয়ার মাগফিরাত কামনায় জীবননগর পৌর ৪নং ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল Logo সাতক্ষীরার কুখরালী ৬নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল Logo গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) ও গাইবান্ধা-২ (সদর) আসনে মোট ১৮ জন প্রার্থীর মধ্যে ৮ জনের মনোনয়নপত্র বাতিল 

জীবননগর সড়কে খানাখন্দ, ভোগান্তি চরমে!

  • rahul raj
  • আপডেট সময় : ১২:০২:৩৬ অপরাহ্ণ, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০১৯
  • ৭৫০ বার পড়া হয়েছে

 

নিউজ ডেস্ক:জীবননগর পৌরসভার রাস্তাগুলো ছোট-বড় খানাখন্দে ভরা। এতে করে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ মানুষের। তিন বছর আগে জীবননগর পৌরসভার প্রধান প্রধান রাস্তাসহ কয়েকটি ওয়ার্ডের রাস্তায় সংস্কারের কাজ করা হয়। কিন্তু বেশকিছু ওয়ার্ডে সংস্কারের কাজ না করায় হালকা কিংবা মাঝারি বৃষ্টি হলেই চলাচলের অনুপযোগী হয়ে পড়ে রাস্তাগুলো।জীবননগর পৌরসভার রাস্তাগুলো ছোট-বড় খানাখন্দে ভরা। এতে করে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ মানুষের। তিন বছর আগে জীবননগর পৌরসভার প্রধান প্রধান রাস্তাসহ কয়েকটি ওয়ার্ডের রাস্তায় সংস্কারের কাজ করা হয়। কিন্তু বেশকিছু ওয়ার্ডে সংস্কারের কাজ না করায় হালকা কিংবা মাঝারি বৃষ্টি হলেই চলাচলের অনুপযোগী হয়ে পড়ে রাস্তাগুলো। সরেজমিনে দেখা গেছে, জীবননগর পৌর শহরের আলম মেডিকেল হলের সামনে, ইসলামী ব্যাংক, মহানগর সিনেমা হলের সামনে, থানা মোড়, ৪ নম্বর ওয়ার্ডের মহানগর উত্তরপাড়া, হাসপাতালের সামনে, রাজনগর পাড়াসহ একাধিক স্থানের রাস্তাগুলো ছোট-বড় খানাখন্দে ভরে গেছে। যার ফলে এসব রাস্তাগুলো যান চলাচল ও সাধারণ মানুষের চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ব্যবসায়ী আব্দুর রহিম বলেন, থানা মোড়ের রাস্তাটি অনেক দিন যাবৎ গর্তে পরিণত হয়েছে। একটু বৃষ্টি হলেই এখানে হাঁটুপানি জমে যায়। যার ফলে এখানে তেমন কোনো ক্রেতা মালামাল কেনান জন্য দাঁড়াতে চান না। তা ছাড়া এ দিকে থানা হওয়ার ফলে এটি একটি ব্যস্ততম সড়কেও পরিণত হয়েছে। এই রাস্তাটি যদি দ্রুত সংস্কার করা হয়, তা হলে জনদুর্ভোগ অনেক কমবে। ভ্যানচালক আব্দুল খালেক বলেন, ‘জীবননগর পৌর শহরের রাস্তাগুলোর অনেক স্থান আজ গর্তে পরিণত হয়েছে। যার ফলে ভ্যান চালাতে অনেক কষ্ট হয়। তা ছাড়া রাস্তায় গর্ত থাকার ফলে অনেক সময় ভ্যানের অনেক ক্ষতিও হয়। বর্তমানে যে হারে জিনিসের দাম বৃদ্ধি পেয়েছে, তাতে দিনের শেষে খরচ-খরচা বাদ দিয়ে কোনো রকম সংসার চলে। যদি রাস্তাটি সংস্কার করা হয়, তাহলে আমাদের দুর্ভোগ লাঘব হবে।’ জীবননগর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সোয়েব আহম্মেদ অঞ্জন জানান, ‘৪ নম্বর ওয়ার্ডে যে রাস্তাগুলোর কাজ বাদ আছে, সেগুলোর চাহিদা দিয়েছি। আশা করি, খুব শিগগিরই এ রাস্তাগুলো সংস্কার করা হবে।’ জীবননগর পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলম জানান, ‘জীবননগর পৌরসভার প্রধান সড়কসহ যে রাস্তগুলোরই সমস্যা হচ্ছে, পৌরসভা থেকে সে রাস্তগুলো সংস্কারের জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

 

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে অপরিকল্পিত উন্নয়নের নগ্ন চিত্র,ড্রেনের ভেতর দাঁড়িয়ে বৈদ্যুতিক খুঁটি

জীবননগর সড়কে খানাখন্দ, ভোগান্তি চরমে!

আপডেট সময় : ১২:০২:৩৬ অপরাহ্ণ, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০১৯

 

নিউজ ডেস্ক:জীবননগর পৌরসভার রাস্তাগুলো ছোট-বড় খানাখন্দে ভরা। এতে করে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ মানুষের। তিন বছর আগে জীবননগর পৌরসভার প্রধান প্রধান রাস্তাসহ কয়েকটি ওয়ার্ডের রাস্তায় সংস্কারের কাজ করা হয়। কিন্তু বেশকিছু ওয়ার্ডে সংস্কারের কাজ না করায় হালকা কিংবা মাঝারি বৃষ্টি হলেই চলাচলের অনুপযোগী হয়ে পড়ে রাস্তাগুলো।জীবননগর পৌরসভার রাস্তাগুলো ছোট-বড় খানাখন্দে ভরা। এতে করে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ মানুষের। তিন বছর আগে জীবননগর পৌরসভার প্রধান প্রধান রাস্তাসহ কয়েকটি ওয়ার্ডের রাস্তায় সংস্কারের কাজ করা হয়। কিন্তু বেশকিছু ওয়ার্ডে সংস্কারের কাজ না করায় হালকা কিংবা মাঝারি বৃষ্টি হলেই চলাচলের অনুপযোগী হয়ে পড়ে রাস্তাগুলো। সরেজমিনে দেখা গেছে, জীবননগর পৌর শহরের আলম মেডিকেল হলের সামনে, ইসলামী ব্যাংক, মহানগর সিনেমা হলের সামনে, থানা মোড়, ৪ নম্বর ওয়ার্ডের মহানগর উত্তরপাড়া, হাসপাতালের সামনে, রাজনগর পাড়াসহ একাধিক স্থানের রাস্তাগুলো ছোট-বড় খানাখন্দে ভরে গেছে। যার ফলে এসব রাস্তাগুলো যান চলাচল ও সাধারণ মানুষের চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ব্যবসায়ী আব্দুর রহিম বলেন, থানা মোড়ের রাস্তাটি অনেক দিন যাবৎ গর্তে পরিণত হয়েছে। একটু বৃষ্টি হলেই এখানে হাঁটুপানি জমে যায়। যার ফলে এখানে তেমন কোনো ক্রেতা মালামাল কেনান জন্য দাঁড়াতে চান না। তা ছাড়া এ দিকে থানা হওয়ার ফলে এটি একটি ব্যস্ততম সড়কেও পরিণত হয়েছে। এই রাস্তাটি যদি দ্রুত সংস্কার করা হয়, তা হলে জনদুর্ভোগ অনেক কমবে। ভ্যানচালক আব্দুল খালেক বলেন, ‘জীবননগর পৌর শহরের রাস্তাগুলোর অনেক স্থান আজ গর্তে পরিণত হয়েছে। যার ফলে ভ্যান চালাতে অনেক কষ্ট হয়। তা ছাড়া রাস্তায় গর্ত থাকার ফলে অনেক সময় ভ্যানের অনেক ক্ষতিও হয়। বর্তমানে যে হারে জিনিসের দাম বৃদ্ধি পেয়েছে, তাতে দিনের শেষে খরচ-খরচা বাদ দিয়ে কোনো রকম সংসার চলে। যদি রাস্তাটি সংস্কার করা হয়, তাহলে আমাদের দুর্ভোগ লাঘব হবে।’ জীবননগর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সোয়েব আহম্মেদ অঞ্জন জানান, ‘৪ নম্বর ওয়ার্ডে যে রাস্তাগুলোর কাজ বাদ আছে, সেগুলোর চাহিদা দিয়েছি। আশা করি, খুব শিগগিরই এ রাস্তাগুলো সংস্কার করা হবে।’ জীবননগর পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলম জানান, ‘জীবননগর পৌরসভার প্রধান সড়কসহ যে রাস্তগুলোরই সমস্যা হচ্ছে, পৌরসভা থেকে সে রাস্তগুলো সংস্কারের জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে।’