গরুব্যবসায়ী নাজিম নিহত, লাশ আসবে আজ
নিউজ ডেস্ক:দর্শনার নিমতলা সীমান্তে গভীর রাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নাজিম হোসেন (৩২) নামের এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। নিহত নাজিম হোসেন চুয়াডাঙ্গার সদর উপজেলা বেগমপুর ইউনিয়নের আকন্দবাড়িয়া গাঙপাড়ার তরু মিয়ার ছেলে। দর্শনার নিমতলা সীমান্ত-সংলগ্ন ভারতীয় সীমান্তের ৭৪ নম্বর মেইন পিলারের নিকট চটকাতলা নামক স্থানে এ ঘটনা ঘটে। এ ঘটনায় খালিশপুর-৫৮ বিজিবির পরিচালক কামরুল আহসান ঘটনাস্থল পরিদর্শন এবং বিএসএফ কর্মকর্তাদের সঙ্গে নিহত হওয়ার ঘটনা ও লাশ হস্তান্তর সম্পর্কে আলোচনা করেন।
জানা গেছে, গত বুধবার দিবাগত রাতে আকন্দবাড়িয়া গ্রামের গাঙপাড়ার তরু মিয়ার ছেলে নাজিম হোসেনসহ বেশ কয়েকজন মাদক ব্যবসায়ী দর্শনার নিমতলা সীমান্ত-সংলগ্ন ভারতীয় সীমান্তের ৭৪ নম্বর মেইন পিলারের নিকট চটকাতলা নামক স্থানে মাদক ক্রয়ের উদ্দেশ্যে যান। সীমান্তে মাদক ব্যবসায়ীদের উপস্থিতি টের পেয়ে বিএসএফের একটি টহল দল তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় বাকি মাদক ব্যবসায়ীরা পালিয়ে গেলেও নাজিম হোসেন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত হন। পরে বিএসএফ তাঁর লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে কৃষ্ণনগর থানার পুলিশের হেফাজতে দেয়। ওই থানার পুলিশের হস্তক্ষেপে নিহত নাজিমের লাশ সেখানকার স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা আছে বলে জানা গেছে।
নিহত নাজিমের স্ত্রী রুলিখা বেগম জানান, তাঁর স্বামী নাজিম চার বছর আগে মাদক ব্যবসা করতেন। তবে এখন বর্তমানে তিনি গরুর ব্যবসা করেন। গত বুধবার সকালের দিকে নাজিম যশোরের চৌগাছা থেকে তিনটি গরু কিনে সন্ধ্যা ছয়টার দিকে বাড়িতে পৌঁছান। পরে গোসল শেষে খাবার খেয়ে রাত সাড়ে আটটার দিকে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে যান। সারা রাত নাজিম বাড়িতে না এলে রুলিখা বেগম তাঁর শাশুড়ি সুবারুন ওরফে সোভা খাতুনকে বিষয়টি জানান। পরে তাঁরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে জানতে পারেন, বিএসএফ সীমান্তে একজনকে গুলি করে হত্যা করেছে। পরে তাঁরা বিভিন্ন মাধ্যমে খোঁজ নিয়ে জানতে পারেন, গুলিবিদ্ধ নিহত ব্যক্তি নাজিম হোসেন।
এ বিষয়ে খালিশপুর-৫৮ বিজিবির পরিচালক কামরুল আহসান জানান, ‘ঘটনা শুনে আমি নিমতলা-সংলগ্ন ওই ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিএসএফের কর্মকর্তাদের সঙ্গে এ হত্যাকা- ও লাশ হস্তান্তর সম্পর্কে পতাকা বৈঠকের মাধ্যমে সংক্ষিপ্ত আলোচনা হয়েছে।’ এ হত্যাকা-ের বিষয়ে বিজিবির পরিচালককে বিএসএফের কর্মকর্তরা জানান, গত বুধবার দিবাগত রাতে বাংলাদেশের চার সদস্যের একটি মাদক ব্যবসায়ী দল ভারত সীমান্তে মাদক নিতে আসে। এ সময় বিএসএফের একটি টহল দল তাঁদের দাঁড়াতে বললে তাঁরা বিএসএফের ওই টহল দলের ওপর মারমুখী হয়ে ওঠেন। পরে বিএসএফের সদস্যরা গুলি ছুড়লে বাকি মাদক ব্যবসায়ীরা পালিয়ে গেলেও একজন গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে উদ্ধার করে দ্রুত নিকটস্থ হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। লাশ হস্তান্তরের বিষয়ে বিএসএফ জানায়, এ বিষয়ে কৃষ্ণনগর থানায় একটি মামলা হয়েছে। আজ শুক্রবার বিকেলের দিকে নিহত ব্যক্তির লাশ বাংলাদেশে আসতে পারে বলে জানা গেছে।