দামুড়হুদা মডেল থানার পুলিশের মাদকবিরোধী অভিযান
নিউজ ডেস্ক:দামুড়হুদা মডেল থানার পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৮০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। পরে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের দামুড়হুদা থানা হেফাজতে নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাঁদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়। গতকাল মঙ্গলবার ভোর পাঁচটার দিকে দামুড়হুদা উপজেলার জয়রামপুর রেলস্টেশন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন সাইফুল ইসলাম (৩২) ও লিটন মিয়া (২৩)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের মাধ্যমে দামুড়হুদা মডেল থানার পুলিশ জানতে পারে, জয়রামপুর স্টেশন সড়ক দিয়ে মোটরসাইকেলযোগে দুই মাদক ব্যবসায়ী বস্তায় করে ফেনসিডিল নিয়ে যাচ্ছেন। এমন সংবাদের ভিত্তিতে দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাসের নেতৃত্বে উপপরিদর্শক (এসআই) কামরুল হাসান ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় দর্শনা থেকে আসা চলন্ত মোটরসাইকেলটির গতি রোধ করার জন্য বেরিকেড দেয় পুলিশ। ওই মোটরসাইকেলের চালক পুলিশের বেরিকেড ভেঙে পালানোর চেষ্টা করলে পুলিশও ধাওয়া করে। পুলিশের বাধায় ঘটনাস্থলেই পড়ে গিয়ে আহত হন মোটরসাইকেলের চালক। এ সময় আহত মাদক ব্যবসায়ী দামুড়হুদা দশমী পাড়ার মৃত নূর ইসলামের ছেলে সাইফুল ইসলাম ও তাঁর সহযোগী চুয়াডাঙ্গা সদর উপজেলার মাখালডাঙ্গা গ্রামের রাঙ্গা মিয়ার ছেলে লিটন মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারের সময় মাদক ব্যবসায়ীদের কাছে থাকা একটি বস্তা তল্লাশি করে ২৮০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে আহত ওই মাদক কারবারি সাইফুলকে প্রাথমিক চিকিৎসার জন্য দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে বিকেল চারটার দিকে তাঁকে সেখান থেকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়। এ সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. সোহানা আহমেদ উন্নত চিকিৎসার জন্য সাইফুল ইসলামকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।