দামুড়হুদায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ
নিউজ ডেস্ক:দামুড়হুদা উপজেলার পিরপুরকুল্লায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আটজন আহত হয়েছেন। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল এবং চিৎলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় দুই পক্ষের দুইজনকে আটক করেছে দামুড়হুদা থানার পুলিশ।জানা যায়, গতকাল বিকেলে দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের পিরপুরকুল্লা গ্রামের মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে গ্রামের মাঝপাড়া ও মহাখুলা পাড়ার মধ্যে এক ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। খেলার সময় একটি ফাউলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বাগবিত-ার সৃষ্টি হয়। একপর্যায়ে এ বাগবিত-া সংঘর্ষে রূপ নেয়। এতে দুই পক্ষের মোট আটজন আহত হন। আহত ব্যক্তিরা হলেন পিরপুরকুল্লা মাঝপাড়ার জয়নাল আবেদিনের ছেলে মামুন (২২), একই এলাকার ওসমান আলী (৫৫), তাঁর ছেলে সেলিম (২৬), ইব্রাহিম ম-লের ছেলে আশরাফুজ্জামান রনি (৪০), জয়নাল আবেদিনের ছেলে সুমন হোসেন (১৮), একই গ্রামের মহাখুলাপাড়ার আসমান আলীসহ (২২) আরও দুজন। আহত ব্যক্তিদের উদ্ধার করে চিৎলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসেন স্থানীয় লোকজন।এ ব্যাপারে দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস জানান, পিরপুরকুল্লা স্কুলমাঠে ফুটবল খেলার সময় একটি ফাউলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের খেলোয়াড়সহ সমর্থকেরাও আহত হন। এ ঘটনার সঙ্গে জড়িত থাকায় হাবিবুর রহমান ও সুমন হোসেন নামের দুজনকে আটক করা হয়েছে।