জীবননগরে গুজব প্রতিরোধে সভা, আলমডাঙ্গায় অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ
নিউজ ডেস্ক:আলমডাঙ্গা ও জীবননগরে গুজব প্রতিরোধে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার পৃথকভাবে এসব উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলমডাঙ্গা:
আলমডাঙ্গায় ছেলেধরা গুজব ও মাথাকাটা আতঙ্ক নিয়ে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বেলা একটায় আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনিস উজ জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কলিমুল্লাহ।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ বলেন, পদ্মা সেতুতে মানুষের মাথা লাগবে এটা সম্পূর্ণ গুজব ও মিথ্যা। এ গুজবে কেউ কান দিবেন না, সন্দেহজনক কাউকে গণপিটুনী দিবেন না। যদি কেউ গণপিটুনী দেন তাহলে এটি একটি ফৌজদারি অপরাধ হবে। আইন নিজের হাতে কেউ তুলে নিবেন না, ছেলেধরা সন্দেহ হলে তাৎক্ষণিকভাবে থানা পুলিশকে খবর দেন এবং তাঁকে কোনোভাবেই শারীরিকভাবে আঘাত করা যাবে না। যদি কেউ আইন নিজের হাতে তুলে নেন তাহলে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান মুন্সি, আলমডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হামিদুল ইসলাম আজম, যুগ্ম সম্পাদক প্রশান্ত বিশ্বাস, সময় টিভির জেলা প্রতিনিধি মাহফুজুর রহমান, আলমডাঙ্গার থানার উপপরিদর্শক (এসআই) জিয়াউর রহমান, সাইফুল প্রমুখ। অন্যদিকে বেলা দুইটায় আলমডাঙ্গা সরকারি উচ্চবিদ্যালয়ে একই বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম খান, সিনিয়র শিক্ষক গৌতম কুমার পাল, ইছাহাক আলী, জয়নাল আবেদীন, আনোয়ারুজ্জামান মোল্লা, প্রতাপ অধিকারী, হাসিনা বেগম প্রমুখ। এ সচেতনামূলক সভায় বিদ্যালয়ের সব শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
জীবননগর:
জীবননগরে ডেঙ্গু প্রতিরোধ ও ছেলেধরা গুজব প্রতিরোধে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে ১০টায় জীবননগর থানা পুলিশের আয়োজনে জীবননগর থানা সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও জীবননগর থানা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ গনি মিয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু রাসেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর থানা সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক যাদব কুমার প্রমাণিক, জীবননগর থানা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মতিয়ার রহমান, জীবননগর থানার ওসি (তদন্ত) ফেরদৌস ওয়াহিদ ও উপপরিদর্শক (এসআই) নাহিরুল ইসলাম। এ ছাড়াও অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
কার্পাসডাঙ্গা:
দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের চাকুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গুজব প্রতিরোধে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল ১০টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা সেলিম রেজা। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি খোরশেদ আলম। এ ছাড়াও বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মতিয়ার রহমানসহ শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের অভিভাবকেরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।