শুক্রবার | ২ জানুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo নিউইয়র্কের মেয়র হিসেবে শপথ নিলেন মামদানি Logo শামীমের লড়াই ম্লান করে সিলেটের টানা দ্বিতীয় জয় Logo ভালোবাসা আর স্মৃতিতে অমলিন খালেদা জিয়া, কবর জিয়ারতে মানুষের ঢল Logo নিষেধাজ্ঞায় থমকে গেল সুন্দরবনের কাঁকড়া শিকার, অনিশ্চয়তায় কয়রার জেলেপাড়া Logo খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে গিয়ে দুর্ঘটনায় গুরুতর আহত স্বেচ্ছাসেবক দলের নেতা কামরুল হাসান Logo রাতে হাসপাতাল ও এতিমখানায় গিয়ে কম্বল বিতরণ করলেন ইউএনও Logo জন্মদিন পালন না করে বেগম খালেদা জিয়ার জন্য দোয়ার আয়োজন জাবি ছাত্রদল নেতার Logo পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বেগম খালেদা জিয়ার দাফন সম্পন্ন Logo তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে চাঁদপুরে গায়েবানা জানাজা অনুষ্ঠিত Logo অস্ত্র কিনতে এসে খাগড়াছড়িতে আটক রাঙ্গুনিয়ার আইয়ুব

চুয়াডাঙ্গায় আরও ডেঙ্গু রোগী শনাক্ত

  • rahul raj
  • আপডেট সময় : ০১:১৪:০৮ অপরাহ্ণ, সোমবার, ২৯ জুলাই ২০১৯
  • ৭৪৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গায় আরও একজন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে গত দুই দিনে মোট চারজন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি হয়েছেন। নতুন করে ডেঙ্গু আক্রান্ত রোগী হলেন চুয়াডাঙ্গা সদর উপজেলার দীননাথপুর পোস্ট অফিসপাড়ার আল আমিন মল্লিকের ছেলে আকাশ মল্লিক (১৯)। গতকাল রোববার পরীক্ষা-নিরীক্ষা করে তাঁর শরীরে ডেঙ্গুর ভাইরাস ধরা পড়ে।
হাসপাতাল সূত্রে জানা যায়, গত শনিবার ডেঙ্গু জ্বরের ভাইরাস নিয়ে এক নারী ও দুজন পুরুষ চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি হন। পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে তাঁদের শরীরে ডেঙ্গু জ্বরের ভাইরাস শনাক্ত করা হয়। গতকাল রোববার সকালে চুয়াডাঙ্গা দীননাথপুর পোস্ট অফিসপাড়ার আল আমিন মল্লিকের ছেলে আকাশ মল্লিক (১৯) জ্বর নিয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। এ সময় তিনি ডেঙ্গু আক্রান্ত হয়েছে কি না, তা জানার জন্য পরীক্ষা-নিরীক্ষা করতে বলেন কর্তব্যরত চিকিৎসককে। পরীক্ষা-নিরীক্ষা করার পর তাঁর শরীরে ডেঙ্গু শনাক্ত হয়।
আকাশ মল্লিকের পারিবারিক সূত্রে জানা যায়, ১৭ জুলাই ঢাকা গুলিস্তানে টাইলস মিস্ত্রির কাজ করতে যান আকাশ। সেখানে অবস্থানকালে দুই দিনের মাথায় আকাশ জ্বরে আক্রান্ত হন। জ্বর না কমায় গত বুধবার তিনি নিজ বাড়িতে ফিরে আসেন। জ্বরের বিভিন্ন ওষুধ সেবন করেও জ্বর না কমায় গতকাল তাঁকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. শামীম কবির জানান, চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন চারজন রোগীর ডেঙ্গু জ্বর শনাক্ত করা হয়েছে। গত শনিবার এক নারী ও দুজন পুরুষের শরীরে ডেঙ্গু জ্বরের ভাইরাস শনাক্ত করা হয়। গতকাল রোববার আকাশ নামের একটি ছেলে জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হলে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে তাঁর শরীরে ডেঙ্গু জ্বরের ভাইরাস ধরা পড়ে। তাঁদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। হাসপাতাল থেকে তাঁদের মশারিও প্রদান করা হয়েছে।

ট্যাগস :

নিউইয়র্কের মেয়র হিসেবে শপথ নিলেন মামদানি

চুয়াডাঙ্গায় আরও ডেঙ্গু রোগী শনাক্ত

আপডেট সময় : ০১:১৪:০৮ অপরাহ্ণ, সোমবার, ২৯ জুলাই ২০১৯

নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গায় আরও একজন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে গত দুই দিনে মোট চারজন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি হয়েছেন। নতুন করে ডেঙ্গু আক্রান্ত রোগী হলেন চুয়াডাঙ্গা সদর উপজেলার দীননাথপুর পোস্ট অফিসপাড়ার আল আমিন মল্লিকের ছেলে আকাশ মল্লিক (১৯)। গতকাল রোববার পরীক্ষা-নিরীক্ষা করে তাঁর শরীরে ডেঙ্গুর ভাইরাস ধরা পড়ে।
হাসপাতাল সূত্রে জানা যায়, গত শনিবার ডেঙ্গু জ্বরের ভাইরাস নিয়ে এক নারী ও দুজন পুরুষ চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি হন। পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে তাঁদের শরীরে ডেঙ্গু জ্বরের ভাইরাস শনাক্ত করা হয়। গতকাল রোববার সকালে চুয়াডাঙ্গা দীননাথপুর পোস্ট অফিসপাড়ার আল আমিন মল্লিকের ছেলে আকাশ মল্লিক (১৯) জ্বর নিয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। এ সময় তিনি ডেঙ্গু আক্রান্ত হয়েছে কি না, তা জানার জন্য পরীক্ষা-নিরীক্ষা করতে বলেন কর্তব্যরত চিকিৎসককে। পরীক্ষা-নিরীক্ষা করার পর তাঁর শরীরে ডেঙ্গু শনাক্ত হয়।
আকাশ মল্লিকের পারিবারিক সূত্রে জানা যায়, ১৭ জুলাই ঢাকা গুলিস্তানে টাইলস মিস্ত্রির কাজ করতে যান আকাশ। সেখানে অবস্থানকালে দুই দিনের মাথায় আকাশ জ্বরে আক্রান্ত হন। জ্বর না কমায় গত বুধবার তিনি নিজ বাড়িতে ফিরে আসেন। জ্বরের বিভিন্ন ওষুধ সেবন করেও জ্বর না কমায় গতকাল তাঁকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. শামীম কবির জানান, চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন চারজন রোগীর ডেঙ্গু জ্বর শনাক্ত করা হয়েছে। গত শনিবার এক নারী ও দুজন পুরুষের শরীরে ডেঙ্গু জ্বরের ভাইরাস শনাক্ত করা হয়। গতকাল রোববার আকাশ নামের একটি ছেলে জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হলে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে তাঁর শরীরে ডেঙ্গু জ্বরের ভাইরাস ধরা পড়ে। তাঁদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। হাসপাতাল থেকে তাঁদের মশারিও প্রদান করা হয়েছে।