শুক্রবার | ২ জানুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo নিউইয়র্কের মেয়র হিসেবে শপথ নিলেন মামদানি Logo শামীমের লড়াই ম্লান করে সিলেটের টানা দ্বিতীয় জয় Logo ভালোবাসা আর স্মৃতিতে অমলিন খালেদা জিয়া, কবর জিয়ারতে মানুষের ঢল Logo নিষেধাজ্ঞায় থমকে গেল সুন্দরবনের কাঁকড়া শিকার, অনিশ্চয়তায় কয়রার জেলেপাড়া Logo খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে গিয়ে দুর্ঘটনায় গুরুতর আহত স্বেচ্ছাসেবক দলের নেতা কামরুল হাসান Logo রাতে হাসপাতাল ও এতিমখানায় গিয়ে কম্বল বিতরণ করলেন ইউএনও Logo জন্মদিন পালন না করে বেগম খালেদা জিয়ার জন্য দোয়ার আয়োজন জাবি ছাত্রদল নেতার Logo পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বেগম খালেদা জিয়ার দাফন সম্পন্ন Logo তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে চাঁদপুরে গায়েবানা জানাজা অনুষ্ঠিত Logo অস্ত্র কিনতে এসে খাগড়াছড়িতে আটক রাঙ্গুনিয়ার আইয়ুব

গাংনীতে সনো ডায়াগনস্টিক সেন্টারের মালিকসহ তাঁর দলবলের হামলায় চিকিৎসক আহত

  • rahul raj
  • আপডেট সময় : ১০:২৬:৩৫ পূর্বাহ্ণ, সোমবার, ২২ জুলাই ২০১৯
  • ৭৫৫ বার পড়া হয়েছে

হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের প্রতিবাদ ও বিক্ষোভ

নিউজ ডেস্ক:মেহেরপুর গাংনীর সনো ডায়াগনস্টিক সেন্টারের মালিক বিজয় ও তাঁর লোকজনের হামলায় আহত হয়েছেন গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা ডা. এম কে রেজা। ওই ডায়াগনস্টিক সেন্টারে এক রোগীর ভুল মেডিকেল রিপোর্ট দেওয়ার প্রতিবাদ করায় গতকাল রোববার বেলা তিনটার দিকে হাসপাতালের ডরমেটরিতে হামলায় চালান তাঁরা। এ ঘটনায় হাসপাতালের বিক্ষুদ্ধ ডাক্তার, নার্স ও কর্মচারীরা হামলকারীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ করেন।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. বিডি দাস বলেন, মালসাদহ গ্রামের আব্দুল হালিম নামের একজন জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। তিনি কয়েকটি পরীক্ষা করান গাংনী সনো ডায়াগনস্টিক ও রাজা ক্লিনিকে। সনো ডায়াগনস্টিকের রিপোর্ট ভুল বলে জানান ডা. এম কে রেজা। এতে ক্ষিপ্ত হয়ে ডায়াগনস্টিক সেন্টারের মালিক বিজয় দলবল নিয়ে হাসপাতালের ডরমেটরিতে এসে ডা. রেজার ওপর হামলা চালান। এতে ডা. রেজা আহত হন।
এ দিকে ডায়াগনস্টিক সেন্টারের মালিকের এমন ধৃষ্টতায় বিক্ষুদ্ধ হয়ে পড়েন হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা। তাঁরা কাজকর্ম বন্ধ করে হাসপাতালের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করেন। তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজামান খোকন, গাংনীর পৌর মেয়র আশরাফুল ইসলাম, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা সুখময় সরকার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান।
সরকারি কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদের নেতা আশাদুজ্জামান লিটন বলেন, ‘আমরা ইতিমধ্যে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছি। আমাদের চিকিৎসকদের ওপর হামলার বিচার না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।’
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান বলেন, ঘটনার পর থেকেই বিজয় ও তাঁর লোকজন আত্মগোপন করেছে। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। হাসপাতাল কর্তৃপক্ষ অভিযোগ করেছেন।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা সুখময় সরকার বলেন, ‘স্থানীয় এমপি মহোদয় ও আমরা বসেছি বিষয়টি নিয়ে। কেউ আইনের ঊর্ধ্বে নয়, তাঁর কঠোর বিচার হবে।
সংসদ সদস্য সাহিদুজামান খোকন বলেছেন, হাসপাতালের এ ঘটনাটি খুব লজ্জার, এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তি হবে। ক্লিনিকগুলো সরকারি লাইন্সেস নিয়ে তাঁদের স্থান থেকে কাজ চালিয়ে যাবে। এখানে আসবে আর এখানকার কোনো লোক যেন দালাল না পোষে সেটার বিষয়ে নজর রাখতে হবে। এ ছাড়াও বিভিন্ন আশ্বাস দিয়ে আন্দোলনরত ডাক্তার, নার্স ও কর্মকর্তাদের রোগীদের সেবায় ফিরে যাওয়ার আহ্বান জানান তিনি।

ট্যাগস :

নিউইয়র্কের মেয়র হিসেবে শপথ নিলেন মামদানি

গাংনীতে সনো ডায়াগনস্টিক সেন্টারের মালিকসহ তাঁর দলবলের হামলায় চিকিৎসক আহত

আপডেট সময় : ১০:২৬:৩৫ পূর্বাহ্ণ, সোমবার, ২২ জুলাই ২০১৯

হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের প্রতিবাদ ও বিক্ষোভ

নিউজ ডেস্ক:মেহেরপুর গাংনীর সনো ডায়াগনস্টিক সেন্টারের মালিক বিজয় ও তাঁর লোকজনের হামলায় আহত হয়েছেন গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা ডা. এম কে রেজা। ওই ডায়াগনস্টিক সেন্টারে এক রোগীর ভুল মেডিকেল রিপোর্ট দেওয়ার প্রতিবাদ করায় গতকাল রোববার বেলা তিনটার দিকে হাসপাতালের ডরমেটরিতে হামলায় চালান তাঁরা। এ ঘটনায় হাসপাতালের বিক্ষুদ্ধ ডাক্তার, নার্স ও কর্মচারীরা হামলকারীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ করেন।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. বিডি দাস বলেন, মালসাদহ গ্রামের আব্দুল হালিম নামের একজন জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। তিনি কয়েকটি পরীক্ষা করান গাংনী সনো ডায়াগনস্টিক ও রাজা ক্লিনিকে। সনো ডায়াগনস্টিকের রিপোর্ট ভুল বলে জানান ডা. এম কে রেজা। এতে ক্ষিপ্ত হয়ে ডায়াগনস্টিক সেন্টারের মালিক বিজয় দলবল নিয়ে হাসপাতালের ডরমেটরিতে এসে ডা. রেজার ওপর হামলা চালান। এতে ডা. রেজা আহত হন।
এ দিকে ডায়াগনস্টিক সেন্টারের মালিকের এমন ধৃষ্টতায় বিক্ষুদ্ধ হয়ে পড়েন হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা। তাঁরা কাজকর্ম বন্ধ করে হাসপাতালের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করেন। তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজামান খোকন, গাংনীর পৌর মেয়র আশরাফুল ইসলাম, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা সুখময় সরকার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান।
সরকারি কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদের নেতা আশাদুজ্জামান লিটন বলেন, ‘আমরা ইতিমধ্যে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছি। আমাদের চিকিৎসকদের ওপর হামলার বিচার না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।’
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান বলেন, ঘটনার পর থেকেই বিজয় ও তাঁর লোকজন আত্মগোপন করেছে। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। হাসপাতাল কর্তৃপক্ষ অভিযোগ করেছেন।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা সুখময় সরকার বলেন, ‘স্থানীয় এমপি মহোদয় ও আমরা বসেছি বিষয়টি নিয়ে। কেউ আইনের ঊর্ধ্বে নয়, তাঁর কঠোর বিচার হবে।
সংসদ সদস্য সাহিদুজামান খোকন বলেছেন, হাসপাতালের এ ঘটনাটি খুব লজ্জার, এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তি হবে। ক্লিনিকগুলো সরকারি লাইন্সেস নিয়ে তাঁদের স্থান থেকে কাজ চালিয়ে যাবে। এখানে আসবে আর এখানকার কোনো লোক যেন দালাল না পোষে সেটার বিষয়ে নজর রাখতে হবে। এ ছাড়াও বিভিন্ন আশ্বাস দিয়ে আন্দোলনরত ডাক্তার, নার্স ও কর্মকর্তাদের রোগীদের সেবায় ফিরে যাওয়ার আহ্বান জানান তিনি।