চুয়াডাঙ্গায়-মেহেপুরে ওয়ার্ল্ড ইয়ুথ স্কিলস ডে পালিত ॥ অতিথির বক্তব্যে খোন্দকার ফরহাদ আহমদ
নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গা, মেহেরপুরসহ সারা দেশে ‘ওয়ার্ল্ড ইয়ুথ স্কিলস ডে’ পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল সোমবার পৃথকভাবে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গায় ‘ওয়ার্ল্ড ইয়ুথ স্কিলস ডে’ পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল সোমবার বেলা সাড়ে ১০টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক খোন্দকার ফরহাদ আহমদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শারমিন সুলতানা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মনিরা পারভীন ও চুয়াডাঙ্গা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. ওয়াশীমুল বারী। সভায় ভারপ্রাপ্ত জেলা প্রশাসক খোন্দকার ফরহাদ আহমদ বলেন, সময় এখন দক্ষ হওয়ার। যে যত বেশি দক্ষ, সে তত বেশি গ্রহণযোগ্য। দক্ষ হয়ে বিদেশ গেলে বেতনও বেশি পাওয়া যায়। শিক্ষিত হওয়ার পাশাপাশি কারিগরি শিক্ষায় মনোযোগী হতে হবে। স্বনির্ভর হতে হলে দক্ষ হতে হবে। মনে রাখতে হবে, বর্তমানে পারদর্শীতার বড় কদর। সরকার বিভিন্ন বিষয়ে সরকারিভাবে প্রশিক্ষণ প্রদান করছে। এগুলো নিয়ে দেশের যুব সম্প্রদায় নিজেরা স্বনির্ভর হতে পারবে। দেশে বেকারত্বের সমস্যা ঘোচানো সম্ভব হবে।
আলোচনা সভার শুরুতেই প্রেজেন্টেশন উপস্থাপন করেন চুয়াডাঙ্গা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) অধ্যক্ষ কে এম মিজানুর রহমান। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন যুব উন্নয়নের উপপরিচালক মাসুম আহামেদ, চুয়াডাঙ্গা সদর উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শামিম, প্রত্যাশার নির্বাহী পরিচালক বিল্লাল হোসেন, জেলা ব্র্যাকের প্রতিনিধি জাহাঙ্গীর আলম প্রমুখ।
উল্লেখ্য, ২০১৪ সালের ১৮ ডিসেম্বর বেকারত্বের চ্যালেঞ্জকে মোকাবিলা এবং যুব সম্প্রদায়ের জন্য উন্নতর আর্থসামাজিক পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে দক্ষতা অর্জন ও এ বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতিবছর জুলাই মাসের ১৫ তারিখকে ‘ওয়ার্ল্ড ইয়ুথ স্কিলস ডে’ হিসেবে ঘোষণা করে।
জীবননগর:
জীবননগরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্যে দিয়ে ‘ওয়ার্ল্ড ইয়ুথ স্কিলস ডে’ পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল সোমবার সকাল ১০টায় জীবননগর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের বট তলায় এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলাইমান হক জোয়ার্দ্দার ছেলুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগার টগর, জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান আবু মো. আ. লতিফ অমল, ভাইস চেয়ারম্যান আ. সালাম ঈশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী, মহিলাবিষয়ক কর্মকর্তা সিরাজুল ইসলাম প্রমুখ।
মেহেরপুর:
মেহেরপুরে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব যুব দক্ষতা দিবস পালন হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টার দিকে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইবাদত হোসেনের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সহকারী কমিশনার কাজী মোহাম্মদ অনিক ইসলাম। এর আগে অতিরিক্ত জেলা প্রশাসক মো. ইবাদত হোসেনের নেতৃত্বে জেলা শিল্পকলা একাডেমির সামনে থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।