প্রচার-প্রচারণায় বাধা : ইসিতে অভিযোগের প্রস্তুতি

0
8

মেহেরপুর গাংনীতে দুই স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী কার্যালয় হামলা-ভাঙচুর

নিউজ ডেস্ক:গাংনী উপজেলা পরিষদ নির্বাচনের স্বতন্ত্র দুই চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী অফিস ভাঙচুর করা হয়েছে। আওয়ামী লীগ প্রার্থীর লোকজন ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ স্বতন্ত্র প্রার্থীদের। গত সোমবার রাত ১১টার দিকে এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পোড়াপাড়া বাজারে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের উত্তরে স্বতন্ত্র প্রার্থী মজিরুল ইসলাম ও দক্ষিণে ওয়াসিম সাজ্জাদ লিখন নির্বাচন অফিস তৈরী করেন। সেখান থেকে তাদের নির্বাচনী প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। ঘটনার সময় ১০/১৫টি মোটরসাইকেলযোগে আওয়ামী লীগ প্রার্থীর কর্মীরা হামলা চালায়। তারা অফিসের চেয়ারসহ আসবাবপত্র ভাঙচুর করে। অফিসের পোস্টার ও চারদিক ঘিরে রাখা কাপড় ছিড়ে দেয়। খবর পেয়ে গাংনী থানা পুলিশের এসআই হাবিবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, প্রার্থীরা লিখিত অভিযোগ দিলে ভাঙচুরকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। স্বতন্ত্র প্রার্থী গাংনী উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক মজিরুল ইসলাম ও জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন বলেন, নৌকা প্রতীকের প্রার্থীর লোকজন বিভিন্নভাবে আমাদেরকে প্রচার-প্রচারণায় বাধা সৃষ্টি করছে। তাদের উস্কানি ও হামলার কারনে নির্বাচনী সুষ্ঠু পরিবেশ থাকছে না। হামলা ও ভাঙচুরকারীদের নামে থানায় মামলা ও নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ করা হবে।
উল্লেখ্য, ২৪ মার্চ ৩য় ধাপে মেহেরপুরের ৩ উপজেলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে উপজেলা নির্বাচন।