নিউজ ডেস্ক:চেক জালিয়াতি মামলায় ১০ মাসের সাজাপ্রাপ্ত আসামী উজুলপুরের ফারুক (৪০) নামে একজনকে আটক করেছে সদর থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে চুয়াডাঙ্গা বড় বাজার থেকে তাকে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের মাধ্যমে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ জানতে পারে, ঢাকা থেকে চুয়াডাঙ্গার উদ্দেশ্যে ছেড়ে আসা একটি যাত্রীবাহি বাসে ১০ মাসের সাজাপ্রাপ্ত আসামী আসছে। এমন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের এসআই ভবোতষ রায়সহ সঙ্গীয় ফোর্স বড় বাজারে অভিযান চালিয়ে চুয়াডাঙ্গা সদর উপজেলার উজুলপুর গ্রামের মৃত নূর ইসলামের ছেলে ফারুককে গ্রেফতার করেন। সে একটি চেক জালিয়াতি মামলায় ১০ মাসের সাজাসহ ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানার আসামী।
মঙ্গলবার
১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ