শুক্রবার | ২৮ নভেম্বর ২০২৫ | হেমন্তকাল
শিরোনাম :
Logo গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি রবিউল হাসানকে চাঁদপুর জেলার পুলিশ সুপার পদে বদলী Logo প্রতিষ্ঠার পর থেকে নির্মাণ হয়নি চাঁদপুর সদর হাসপাতালে স্থায়ী মর্গ, জীর্ণ-ভবনে ময়নাতদন্ত Logo চাঁদপুর ফরিদগঞ্জে তারুণ্যের আলো সামাজিক উন্নয়ন পরিষদের উদ্যোগ ফ্রি মেডিকেল ক্যাম্প Logo ফের ভূমিকম্প Logo কচুয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে ৩০টি প্রদর্শনী Logo কুবির বাংলা বিভাগের বাংলা নাটক বিষয়ক প্রথম আন্তর্জাতিক সম্মেলন Logo মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত Logo মাগুরার শ্রীপুরে প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী- ২০২৫ এর উদ্বোধন Logo পঞ্চগড়ের বোদা উপজেলায় জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ২০২৫ প্রদর্শনী Logo আমরা নারীর ক্ষমতায়ন নিয়ে কাজ করছি: চুয়াডাঙ্গা-২ আসনের বিএনপির প্রার্থী বাবু খান

টঙ্গীতে এসএসসির প্রবেশপত্র না পেয়ে বিক্ষোভ !

  • amzad khan
  • আপডেট সময় : ০৮:৩২:৩৬ অপরাহ্ণ, বুধবার, ১ ফেব্রুয়ারি ২০১৭
  • ৮১৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

গাজীপুরের টঙ্গীতে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র না পেয়ে শিক্ষার্থীরা বিদ্যালয়ে বিক্ষোভ করেছে। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিদ্যালয়ের শ্রেণীকক্ষ থেকে কিছু বেঞ্চ মাঠে জড়ো করে তাতে আগুন ধরিয়ে দেয়।

টঙ্গীর মুন্ন টেক্সটাইল মিলস উচ্চ বিদ্যালয়ে মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী ও শিক্ষার্থী সূত্রে জানা গেছে, আগামী বৃহস্পতিবার থেকে চলতি বছরের এসএসসি পরীক্ষা শুরু হচ্ছে। প্রবেশপত্র জন্য মঙ্গলবার সকাল থেকে শিক্ষার্থীরা বিদ্যালয়ে এসে বসে থাকলেও বিদ্যালয় কর্তৃপক্ষ তাদের রাত ৮টা পর্যন্ত প্রবেশপত্র দেয়নি। পরে তারা বিক্ষোভ শুরু করে এবং এক পর্যায়ে বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীকক্ষ থেকে কিছু বেঞ্চ মাঠে জড়ো করে তাতে আগুন ধরিয়ে দেয়।

টঙ্গী থানার ওসি ফিরোজ তালুকদার সাংবাদিকদের জানান, মুন্নু টেক্সটাইল মিলস উচ্চ বিদ্যালয় থেকে ২৮ জন এবং টঙ্গীর বিভিন্ন স্কুল থেকে তিন শতাধিক শিক্ষার্থী এ বিদ্যালয় থেকে পরীক্ষা দিচ্ছে। রাত সাড়ে ৮টা পর্যন্ত কোনো শিক্ষার্থী পরীক্ষার প্রবেশপত্র না পাওয়ায় বিক্ষোভ করে এবং কিছু বেঞ্চে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে টঙ্গী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ. হাই জানান, তিনি প্রবেশপত্র আনার জন্য বোর্ডে আছেন। তার বিদ্যালয় থেকে ২৮ জন শিক্ষার্থী এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। সব প্রবেশপত্র তিনি পেয়েছেন। তাদের যথা সময়ে প্রবেশপত্র দেওয়া হবে। বাকি শিক্ষার্থী তার স্কুলের নয়।
তিনি বলেন, কিছু লোকের ইন্দনের কারণে শিক্ষার্থীরা এ ঘটনা ঘটিয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি রবিউল হাসানকে চাঁদপুর জেলার পুলিশ সুপার পদে বদলী

টঙ্গীতে এসএসসির প্রবেশপত্র না পেয়ে বিক্ষোভ !

আপডেট সময় : ০৮:৩২:৩৬ অপরাহ্ণ, বুধবার, ১ ফেব্রুয়ারি ২০১৭

নিউজ ডেস্ক:

গাজীপুরের টঙ্গীতে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র না পেয়ে শিক্ষার্থীরা বিদ্যালয়ে বিক্ষোভ করেছে। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিদ্যালয়ের শ্রেণীকক্ষ থেকে কিছু বেঞ্চ মাঠে জড়ো করে তাতে আগুন ধরিয়ে দেয়।

টঙ্গীর মুন্ন টেক্সটাইল মিলস উচ্চ বিদ্যালয়ে মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী ও শিক্ষার্থী সূত্রে জানা গেছে, আগামী বৃহস্পতিবার থেকে চলতি বছরের এসএসসি পরীক্ষা শুরু হচ্ছে। প্রবেশপত্র জন্য মঙ্গলবার সকাল থেকে শিক্ষার্থীরা বিদ্যালয়ে এসে বসে থাকলেও বিদ্যালয় কর্তৃপক্ষ তাদের রাত ৮টা পর্যন্ত প্রবেশপত্র দেয়নি। পরে তারা বিক্ষোভ শুরু করে এবং এক পর্যায়ে বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীকক্ষ থেকে কিছু বেঞ্চ মাঠে জড়ো করে তাতে আগুন ধরিয়ে দেয়।

টঙ্গী থানার ওসি ফিরোজ তালুকদার সাংবাদিকদের জানান, মুন্নু টেক্সটাইল মিলস উচ্চ বিদ্যালয় থেকে ২৮ জন এবং টঙ্গীর বিভিন্ন স্কুল থেকে তিন শতাধিক শিক্ষার্থী এ বিদ্যালয় থেকে পরীক্ষা দিচ্ছে। রাত সাড়ে ৮টা পর্যন্ত কোনো শিক্ষার্থী পরীক্ষার প্রবেশপত্র না পাওয়ায় বিক্ষোভ করে এবং কিছু বেঞ্চে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে টঙ্গী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ. হাই জানান, তিনি প্রবেশপত্র আনার জন্য বোর্ডে আছেন। তার বিদ্যালয় থেকে ২৮ জন শিক্ষার্থী এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। সব প্রবেশপত্র তিনি পেয়েছেন। তাদের যথা সময়ে প্রবেশপত্র দেওয়া হবে। বাকি শিক্ষার্থী তার স্কুলের নয়।
তিনি বলেন, কিছু লোকের ইন্দনের কারণে শিক্ষার্থীরা এ ঘটনা ঘটিয়েছে।