নিউজ ডেস্ক:ঝিনাইদহ শহরের এইচএসএস সড়কে অবস্থিত যমুনা টেলিভিশনের প্রতিনিধি’র কার্যালয়ে হামলা চালিয়েছে ব্যাপক ভাংচুর করেছে চিহ্নিত দুর্র্বত্তরা। এ সময় ডিবিসি টেলিভিশনের জেলা প্রতিনিধি আব্দুর রহমান মিল্টন ও দেশের বানী পত্রিকার জেলা প্রতিনিধি জহিরুল ইসলামকে ব্যাপক মারধর করা হয়েছে। যমুনা টিভি ও ইনডিপেনডেন্ট পত্রিকার জেলা প্রতিনিধি আহম্মেদ নাসিম আনসারী জানান, শনিবার রাত সোয়া ৯টার দিকে একদল চিহ্নিত দুর্বৃত্ত তার অফিসে আকস্মিকভাবে হামলা চালিয়ে চেয়ার টেবিল, কম্পিউটার, মডেম ভাংচুর করে। এ সময় ডিবিসি টেলিভিশনের আব্দুর রহমান মিল্টন ও দেশের বানী পত্রিকার জেলা প্রতিনিধি জহিরুল ইসলামকে মারধর করা হয়। তাদের দ্রুত ঝিনাইদহ হাসপাতালে ভর্তি করা হয়। এই অফিসটিতে যমুনা ও ইনডিপেনডেন্ট পত্রিকা ছাড়াও একাত্তর টিভি, ডিবিসি টিভি ও বিভিন্ন পত্রিকার প্রতিনিধিরা বসে থাকেন। খবর পেয়ে ঝিনাইদহের পুলিশ সুপার হাসানুজ্জামান, র্যাবের কর্মকর্তা, অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধি ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ সুপার হাসানুজ্জামান হামলার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দেন। খবর পেয়ে ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, সাধারণ সম্পাদক নিজাম জোয়ারদার বাবলুসহ সিনিয়র সাংবাদিকরা ঘটনাস্থলে ছুটে আসেন। এ সময় তারা মিডিয়া হাউসে হামলার ঘটনায় নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।