নিউজ ডেস্ক: বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত আলমডাঙ্গার জাহিদ হাসান সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাতে সিরাজগঞ্জের সড়কে তার মৃত্যু হয়। আজ শনিবার সকালে জানাযা শেষে আসাননগর পারিবারিক কবরস্থানে দাফন কাজ সম্পন্ন হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। সেনা সদস্য জাহিদ হাসান উপজেলার কালিদাসপুর ইউনিয়নের আসাননগর গ্রামের নজরুল মেম্বারের ছেলে। জানা গেছে, জাহিদ জাতিসংঘের মিশনে মনোনিত হয়ে সম্প্রতি প্রশিক্ষণ শেষ করেছে। কিছুদিনের মধ্যে তার জাতিসংঘের শান্তি মিশনে যোগদান করার কথা ছিল। সেই উপলক্ষে ৩ দিনের ছুটি পায় জাহিদ। ছুটিতে বাড়িতে আসছিল সে। বৃস্পতিবার রাতে টাঙ্গাইল থেকে যমুনা সেতু পার হয়ে দীর্ঘক্ষণ অপেক্ষা করছিল বাসের জন্য। অবশেষে বাস না পেয়ে একটি ট্রাকের উঠে বাড়ির দিকে আসছিলেন। এমন সময় ট্রাকটি দূর্ঘটনার কবলে পড়ে। ঘটনাস্থলেই জাহিদের মৃত্যু হয় বলে পরিবার সূত্রে জানা যায়।
শুক্রবার
২৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
২৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ