ব্যক্তি নয় দলকে বড় মনে করে কাজ করুন
নিউজ ডেস্ক:৭৯, চুয়াডাঙ্গা-১ আসনে মো. শরীফুজ্জামান শরীফ ও ৮০, চুয়াডাঙ্গা-২ আসনে আলহাজ্ব মাহমুদ হাসান খান বাবুকে একক চূড়ান্ত প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। গতকাল সন্ধ্যায় বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয় থেকে এ ঘোষণা দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এদিকে, একক প্রার্থী ঘোষণায় উচ্ছ্বসিত দেখা গেছে নেতাকর্মীদের। একক প্রার্থী ঘোষণার পরপরই জেলা পর্যায়ের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছেন চুয়াডাঙ্গা-১ আসনের বিএনপি মনোনীত একক প্রার্থী মো. শরীফুজ্জামান শরীফ।
তিনি নেতাকর্মীদের নিয়ে ফিরোজ রোডস্থ চুয়াডাঙ্গা জেলা বিএনপি’র আহ্বায়ক জননেতা মুহা. অহিদুল ইসলাম বিশ্বাসের নিজ বাসভবনে গিয়ে তাঁর কাছে দোয়া কামনা ও কুশল বিনিময় করেন শরীফুজ্জামান শরীফ। এ সময় জেলার সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিজয়ী করার ব্যাপারে ফলপ্রসূ আলোচনা হয়। আগামী ১০ ডিসেম্বর নির্বাচন কমিশন থেকে ধানের শীষ প্রতীক গ্রহণের পর আনুষ্ঠানিক প্রচারণায় নামবেন বলে জানান জননেতা মুহা. অহিদুল ইসলাম বিশ্বাস। এ নির্বাচনে ভেদাভেদ ভুলে এক হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য সরদার আলী হোসেন।
এছাড়া জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক এ্যাড. ওয়াহেদুজ্জামান বুলা ও যুগ্ম আহ্বায়ক খন্দকার আব্দুল জব্বার সোনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। দলের তরুণ প্রতিনিধি হিসেবে শরীফের মনোনয়ন প্রাপ্তিতে তাঁরাও একাট্টা হয়ে কাজ করার আশ্বাস দেন। বিএনপি’র সহ-সভাপতি, সাবেক সাংসদ, চুয়াডাঙ্গার কৃতি সন্তান শামসুজ্জামান দুদু দলের অর্পিত দায়িত্বে একাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকায় চুয়াডাঙ্গার বাইরে আছেন। এ কারণে শরীফসহ নেতাকর্মীরা তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে পারেনি। রাতে গুলশানপাড়াস্থ নিজ বাসভবনে জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য আবু জাফর মন্টুর সঙ্গে সাক্ষাৎ করেন শরীফুজ্জামান।
শরীফুজ্জামান বলেন, ‘আমরা কেউ দলের সিদ্ধান্তের উর্দ্ধে নই। ব্যক্তি নয়, দলকে বড় মনে করে সকলে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের প্রার্থীর পক্ষে কাজ করুন। এ নির্বাচনে ধানের শীষ’র বিজয় অন্যায় ভাবে মিথ্যা মামলায় কারাবন্দি দেশমাতা বেগম খালেদা জিয়া ও গণতন্ত্র মুক্তির পথকে তরান্বিত করবে। ’
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মুজিবুল হক মালিক মজু, জেলা শ্রমিক দলের সভাপতি এম. জেনারেল ইসলাম, আবু বক্কর সিদ্দিক আবু, সদস্য জাহানারা পারভীন, অন্যতম সদস্য ও পৌর কাউন্সিলর সিরাজুল ইসলাম মনি, আবু আলা শাসুজ্জামান, পৌর বিএনপি’র সিনিয়ির সহ-সভাপতি রাফাতুল্লাহ মহলদার, সহ-সভাপতি খায়রুল ইসলাম, থানা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, প্রচার সম্পাদক মুন্সী আলাউদ্দীন, জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম পিটু, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবীব সেলিম, জেলা তরুণ দলের আহ্বায়ক মাবুদ সরকার প্রমুখ।






















































