৮২টি মামলাসহ ১৪টি মোটরসাইকেল আটক
নিউজ ডেস্ক: দর্শনায় চুয়াডাঙ্গা ট্রাফিক পুলিশের একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে ৮২টি মামলা দেওয়াসহ ১৪টি মোটরসাইকেল আটক করেছে। গতকাল দিনব্যাপী এ অভিযান পরিচালিত হয়। ট্রাফিক ইন্সপেক্টর মাহবুব কবীর জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত দামুড়হুদা উপজেলার দর্শনা বাসষ্ট্যান্ড চত্বরে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে ৮২টি মামলা দেওয়া হয়েছে এবং রেজিষ্ট্রেশনবিহীন ৫টি ও বিভিন্ন কাগজপত্র না থাকায় ৯টিসহ সর্বমোট ১৪টি মোটরসাইকেল আটক করা হয়েছে। তিনি আরও বলেন, আগামী নির্বাচনে যেন কোন ধরনের সমস্যার সৃষ্টি না হয় সেই লক্ষে আমারা সর্বদা প্রস্তুত আছি এবং আমাদের এই অভিযান নির্বাচন পর্যন্ত জেলাব্যাপী অব্যহত থাকবে। এ অভিযান পরিচালনা করেন চুয়াডাঙ্গার ট্রাফিক ইন্সপেক্টর (টি আই-১) মাহবুব কবীর এবং অভিযানে সার্বিক সহযোগিতা করেন, (টি আই) আহসান হাবীব, (টি আই) সাহাবুদ্দীন, (সার্জেন্ট) নওয়াব আলী, (টিএসআই) প্রদীপ কুমার।