তারেক রহমানসহ নেতৃবৃন্দের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক রায়ের প্রতিবাদে
নিউজ ডেস্ক:২১ শে আগষ্ট গ্রেনেড হামলা মামলার রায়ে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা মামলার ষড়যন্ত্রমূলক রায়ের প্রতিবাদে কালো পতাকা মিছিল করেছে চুয়াডাঙ্গা জেলা বিএনপি। গতকাল রবিবার সকাল ১১টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাব চত্বরে এ কালো পতাকা মিছিল অনুষ্ঠিত হয়। পুলিশের বাধা উপেক্ষা করে এ সময় তারা তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্রমূলক রায় মানে না বলে শ্লোগান দেয় বিএনপি খালেদা মুক্তির দাবি জানিয়ে স্লোগান দেয়। পুলিশের বাধায় মিছিলটি প্রধান সড়কে উঠতে না পেরে ওখানেই প্রতিবাদ সভা করে। জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও মহিলা দলের নেত্রী জাহানারা পারভীন সভাপতিত্বে কালো পাতাকা মিছিলে প্রধান অতিথির বক্তব্যে রাখেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও পৌর কাউন্সিলর সিরাজুল ইসলাম মনি। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন- গ্রেনেড হামলা মামলাকে রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবে ব্যবহার করেছে সরকার। তারা বিএনপিকে ও দলের সিনিয়র নেতাদেরকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পেরে মিথ্যা মামলা দিয়ে একের পর এক হয়রানি ও জুলুম করে যাচ্ছে। এর পরিণাম কোনও দিনই ভালো হবে না বলে হুঁশিয়ারি প্রদান করে তিনি আরো বলেন জিয়া পরিবারকে ধ্বংস করতে ভোটারবিহীন অবৈধ সরকার একের পর এক মামলা দিয়ে ভোটের মাঠ ও রাজনীতি থেকে দূরে রাখার চেষ্টা করে যাচ্ছে। এই হীন চক্রান্তকে আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সরকারের এহেন দমন পীড়নের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে থেকে এই দমন পীড়নের জবাব দেয়া হবে।’ আগামী দিনে সকল দেশ প্রেমিককে আন্দোলন সংগ্রামে শরীক হওয়ার আহ্বান জানান। জেলা জাসাস’র সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিমের পরিচালনায় সমাবেশে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও কুতুবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম, প্রচার সম্পাদক মুন্সী আলাউদ্দিন, পৌর বিএনপির সহ-সভাপতি খাইরুল ইসলাম, পৌর বিএনপির সংগঠনিক সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম পিটু, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবলু, মহিলার দলের নেত্রী ও পৌর কাউন্সিলর শেফালী খাতুন, পৌর বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল কালাম আজাদ, ৩নং ওয়ার্র্ড বিএনপির সভাপতি কুদ্দুস মহলদার, হাফিজুল ইসলাম মুক্ত, আব্দুল হান্নান, আব্দুল গণি, জেলা যুবদল নেতা মনিরুজ্জামান লিপটন, বদরুদ্দিন বদর, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আসাদুল হক বটুল, রাশেদুল ইসলাম রাশেদ, জেলা তরুণ দলের আহ্বায়ক মাবুদ সরকার, আব্দুল ওহাব, মহাসিন মেম্বর, সানোয়ার মেম্বার, মো: সামসুল হক ঝন্টু, মহিউদ্দীন খাজা, সিরাজুল ইসলাম, কলম আলী, বাবলু রহমান, সাবেক ছাত্রনেতা এস এম হাসান, রিন্টু মহলদার, যুবদল নেতা এরশাদ আলী, শেখ সামসুল, ইমরুল হাসান ফটিক, আব্দুস ছালাম, রুবেল হাসান, ছানোয়ার, রাজীবুল ইসলাম রাজীব, শাহা জামাল, ছোটন, মান্না দেওয়ান, রফিকুল ইসলাম রফিক, রনি আলী, রুবেল হোসেন, জেলা ছাত্র দলে যুগ্ম-সম্পাদক আরিফ আহমেদ শিপ্লব, জেলা ছাত্রদল নেতা সাহেদ সিদ্দিকি সোহেল, শাকিল আহমেদ নাঈম, হাসান, সুমন, রুবেল আহমেদ, সাইমুন আহমেদ ইকবাল, রাজা, তানভির এনায়েত জিতু, মোস্তাফিজুর রহমান কনক, সাইমুন আরাফাত, কানন, নিশান, লিয়ন, মোজাহার, শান্ত, রনি, মিন্টু, মাহাবুব, জেসান, রাসেল, শরীফ, শান্ত, বাদল, টুকু, আরিফ, সদ্য কারা মুক্ত ছাত্র নেতা মির উজ্জ্বল, ফরিদ, ম-ল, স্বাধিন, জাহিদুল, সালামিন, রাজা, মুজাহার, রুবেল, চাঁন, সুমন, ছোট নাঈম, রোকন প্রমূখ।
উল্লেখ্য, ২১ আগস্ট আওয়ামী লীগের জনসমাবেশে গ্রেনেড হামলার মামলার রায়ে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ ১৯ জনকে যাবজ্জীবন কারাদ- ও ২০ জনকে ফাঁসির আদেশ প্রদান করে বিশেষ ট্রাইব্যুনাল আদালত।
‘এদিকে, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানসহ বিএনপি নেতৃবৃন্দের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক রায়ের প্রতিবাদে কালো পতাকা মিছিলে বাধা দিলে কালো পতাকা প্রদর্শন করা হয়। গতকাল রবিবার সকাল ১১টায় কেন্দ্রীয় কমিটি ঘোষিত কর্মসূচি অনুযায়ী চুয়াডাঙ্গা জেলা বিএনপি জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে কালো পতাকা মিছিল বের করতে গেলে পুলিশী বাধার মুখে জেলা বিএনপির কার্যালয়ের সামনে কালো পতাকা প্রদর্শন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি এম. জেনারেল ইসলাম। প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক এ্যাড. ওয়াহেদুজ্জামান বুলা। জেলা বিএনপি নেতা রেজাউল করিম মুকুটের উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সদস্য শহিদুল ইসলাম রতন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য আবু জাফর মন্টু, সদর থানা বিএনপির সহ-সভাপতি মনিরুজ্জামান মনি, পৌর বিএনপি নেতা রবিউল ইসলাম লিটন, জেলা জাসাসের সভাপতি সহিদুল হক বিশ্বাস, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আশরাফ বিশ্বাস মিল্টু, সহ-সভাপতি আরিফুজ্জামান পিন্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এম এ তালহা, জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, জেলা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক জুয়েল মাহমুদ, যুগ্ম-সম্পাদক সাজিদ হাসান মালিক সজিব, সাংগঠনিক সম্পাদক আহসান হাবীব মামুন, জেলা ওলামা দলের সভাপতি ফজলুর রহমান, মোমিনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাহাদত হোসেন মাস্টার, পদ্মবিলা ইউনিয়ন বিএনপির সভাপতি প্রভাষক আতিয়ার রহমান, শংকরচন্দ্র ইউনিয়ন বিএনপি নেতা আইনুল হোসেন, রুবেল হোসেন, যুবদল নেতা এস কে হাদী, আজাদুর রহমান, আহসান হাবীব মুক্তি, ছাত্রনেতা মতিউর রহমান মিশর, মোস্তফা হাসান, বেলাল হোসেন, এস এম হীরক আহমেদ, সাজু আহমেদ, প্রান্ত, রাকিব হোসেন, রাকিব আহমেদ, রাজন প্রমূখ।
অপরিদকে, গ্রেনেড হামলার মিথ্যা মামলা চাপিয়ে দিয়ে ষড়যন্ত্রের আশ্রয় নিয়ে সাজানো সাক্ষি দিয়ে আদালতের মাধ্যমে প্রহসনমূলকভাবে সাজা দেয়ার প্রতিবাদে এবং “গণতন্ত্র মাতা” দেশনেতৃ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিশঃর্ত মুক্তির দাবিতে কেন্দ্রীয় বিএনপি ঘষিত কর্মসূচি সফল করার লক্ষ্যে গতকাল রবিবার সকাল সাড়ে ১০১টার সময় চুয়াডাঙ্গা জেলা বিএনপি কেদারগঞ্জস্থ দলীয় জেলা কার্যলয় থেকে একটি কালো পতাকা মিছিল বের হয়। মিছিলটি জেলা শহরের প্রধান সড়কে ওঠার পূর্ব মূহুর্তে পুলিশি বাাঁধার মুখে পড়ে ছত্রভঙ্গ হয়ে যায়। পরবর্তিতে মিছিলটি ফিরে এসে জেলা বিএনপি কার্যালয়ের সামনে একটি সংক্ষিপ্ত সমাবেশ করে। উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপি’র সদস্য ও সদর থানা বিএনপির সভাপতি এ্যাডভোকেট এমএম শাহাজাহান মুকুল, জেলা বিএনপি’র অন্যতম সদস্য হাজী রবিউল ইসলাম বাবলু, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মাহাবুবুল হক পল্টু, জেলা মৎসজিবী দলের আহবায়ক ও জেলা বিএনপি’র দপ্তর সম্পাদক আবুবক্কর সিদ্দীক বকুল, জেলা যুবদলের সাবেক আহবায়ক খালিদ মাহমুদ মিল্টন, জেলা যুবদলের সভাপতি শরিফ উর জামান সিজার , জেলা যুবদলের সাধারন সম্পাদক সাইফুর রশিদ ঝন্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক হাজি মো:আব্দুল মান্নান , জেলা
ছাত্রদলের সভাপতি শাহাজাহান, পৌর বিএনপি’র সহ সভাপতি ও পৌর কাউন্সিলার আবুল হোসেন, পৌর বিএনপি’র সহ সভাপতি ইন্তাজ আলী, প্রচার সম্পাদক মিনহাজ উদ্দিন, ১নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, কুতুবপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি একরাম, সাধারণ সম্পাদক গোলাম রসূল, আলুকদিয়া ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মিজানুর রহমান, জেলা মহিলাদলের নেত্রী নাসরিন, জেলা যুবদলের সহ সভাপতি তানভির আহম্মেদ,সহ সাধারণ সম্পাদক আরিফ হোসেন, মাহাবুব, সহ-সাংগঠনিক সম্পাদক মাসুদুল হক মাসুদ, সদর থানা যুবদলের সাবেক আহবায়ক ও জেলা যুবদলের সদস্য মহাবুল, চুয়াডাঙ্গা পৌর যুবদলের সাবেক যুগ্মআহবায়ক আজিজুল হক, সদর থানা যুবদলের সিনিয়ার যুগ্মআহবায়ক সাইদুর রহমান, জেলা যুবদলের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাবুল হক ,জেলা যুবদলের সদস্য হ্যাজি, ,শাহাবুদ্দিন,বেলাল হোসেন, আশরাফুল হক, হাসিবুল, জেলা ছাত্রদলের সহ সভাপতি সাইফুল ইসলাম, আশিকুল হক শিপুল, জেলা ছাত্রনেতা স্কয়ার, সজিব, আব্দুল মালেক, আব্দুল আলিম প্রমূখ উপস্থিত ছিলেন।