নিউজ ডেস্ক:দামুড়হুদা উপজেলার দর্শনা শ্যামপুর গ্রামে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে অটোভ্যান ও ফেন্সিডিলসহ খোকন (৩০) নামের এক যুবককে আটক করেছে বিজিবি। গতকাল রোববার সকাল আনুমানিক সাড়ে ৭টার দিকে তাকে আটক করা হয়। আটককৃত যুবক খোকন উপজেলার জয়নগর মাঝপাড়ার মৃত মশাফ শেখের ছেলে। আটককৃত খোকনের বিরুদ্ধে মামলা দায়ের করে দামুড়হুদা মডেল থানায় সোপার্দ করা হয়েছে। জানা যায়, রোববার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা আইসিপির টহল কমান্ডার হাবিলদার আব্দুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত শ্যামপুর গ্রামের পাঁকা রাস্তার উপর হতে অটোভ্যান ও ২৪ বোতল ফেন্সিডিলসহ খোকন নামের এক যুবককে আটক করে। উদ্ধারকৃত অটোভ্যান ও ফেন্সিডিলের আনুমানিক মূল্য ৪৬ হাজার ৬শ’ টাকা। আটককৃত আসামীসহ ফেন্সিডিল ও ভ্যান থানায় জমা করা হয়েছে।
মঙ্গলবার
২৬শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
২৬শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ