দামুড়হুদার পারকৃষ্ণপুরে বিজিবির চোরাচালান বিরোধী অভিযান
নিউজ ডেস্ক:দামুড়হুদার পারকৃষ্ণপুরে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ২৮ কেজি রুপার গহনা ও চান্দি রুপাসহ খাইরুল বাশার (৩৭) নামের এক চোরাকারবারীকে আটক করেছে বিজিবি। গতকাল রোববার সকাল সাড়ে ৭টার দিকে দমুড়হুদার পারকৃষ্ণপুর গ্রাম থেকে তাকে চোরাচালান কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেলসহ আটক করে। আটককৃত খাইরুল বাশার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের পারকৃষ্ণপুর গ্রামের বসতিপাড়ার মাজহারুল বিশ্বাসের ছেলে ও ৮নং ওয়ার্ড ইউপি সদস্য। আটককৃত আসামী ও মোটরসাইকেলসহ উদ্ধারকৃত মালামাল থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকাল সাড়ে ৭টার দিকে চুয়াডাঙ্গা-৬ বিজিবি’র অধিনস্থ দামুড়হুদার সীমান্তবর্তী বারাদি বিওপির টহল কমান্ডার হাবিলদার শ্রী বীরেন্দ্রনাথ দত্ত সঙ্গীয় ফোর্স নিয়ে সীমান্তবর্তী দামুড়হুদা থানার অন্তর্গত পারকৃষ্ণপুর গ্রামে চোরাচালানবিরোধী অভিযান চালান। এসময় গ্রামের বসতিপাড়া নামক স্থানে আমড়া গাছের নিচে ইটের রাস্তার উপর থেকে একটি এ্যাপাচি মোটরসাইকেল আরোহীর পথ গতিরোধ করে বিজিবি। এসময় খায়রুল বাশার (৩৭) মোটরসাইকেলটি (আবেদিত) তল্লাশী করে অভিনব কায়দায় পাচারকৃত ১৭ প্যাকেট রুপার গহনা ও চান্দি রুপা উদ্ধার করে তাকে আটক করে। পরে আটককৃত আসামীর স্বীকারোক্তিতে তার বাড়ি তল্লাশী করে আরো ৮ প্যাকেট রুপার গহনা উদ্ধার করা হয়। উক্ত অভিযানে সর্বমোট ২৫ প্যাকেট রুপার গহনা ও চান্দি রুপা উদ্ধার করা হয়। যার মোট ওজন ২৭ কেজি ৭৫০ গ্রাম (২৩৭৯ ভরি) এবং আনুমানিক মূল্য ৪২ লাখ ৮২ হাজার ২শ’ টাকা।
এছাড়াও আটককৃত এ্যাপাসি মোটরসাইকেলের মূল্য ২ লাখ ৫০ হাজার টাকা। আটককৃত রুপা ও মোটরসাইকেলের সর্বমোট ম‚ল্য ৪৫ লাখ ৩২ হাজার ২শ’ টাকা। আটককৃত রুপা ও মোটরসাইকেলসহ আসামীর বিরুদ্ধে হাবিলদার শ্রী বীরেন্দ্রনাথ দত্ত বাদি হয়ে দামুড়হুদা মডেল থানায় মামলা দায়ের করে উদ্ধারকৃত মালামালসহ আসামীকে সোপর্দ করেছে। চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লে. কর্ণেল ইমাম হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, উদ্ধারকৃত রুপা ও মোটরসাইকেলের আনুমানিক বাজার ম‚ল্য ৪৫ লাখ ৩২ হাজার ২শ’ টাকা।
সোমবার
২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ