জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ থেকেঃ ঝিনাইদহের শৈলকুপায় স্বেচ্ছাশ্রমে জিকে প্রকল্পের সেচ খাল সংস্কার করেছে চাষীরা। সোমবার দিনব্যাপি শৈলকুপার খালকুলা থেকে দামুকদিয়া পর্যন্ত ৬ কিলোমিটার খাল সংস্কার কাজে অংশ নেয় প্রায় ২’শ চাষী। কৃষক রাশেদুল হাসান বলেন, জিকে প্রকল্পের এস-নাইন সেচ খালটির ভাটির অংশে কচুরিপানা ও আগাছা জন্মে পানি সরবরাহ বন্ধ হয়ে যায়। এতে বিপাকে পড়ে শৈলকুপা মনোহরপুর, বিজুলিয়া, হিতামপুর, দামুকদিয়া ও খালকুলা গ্রামের কৃষকরা। একই গ্রামের কৃষক এমদাদ জোয়ার্দ্দার জানান, সেচের পানির অভাবে আমন ক্ষেত ফেটে থেকে চৌচির হয়। তারা বার বার জিকে প্রকল্প কর্তৃপক্ষকে জানানোর পরও কোন ব্যবস্থা নেয়নি। ফসল বাঁচাতে আজ চাষীরা সেচ্ছাশ্রমে ৬ কিলোমিটার সেচ খাল সংস্কার করে। সংস্কারের পর খালে পানি সরবরাহ শুরু হয়।
সোমবার
২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ