নিউজ ডেস্ক: জীবননগর বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে এ বজ্রপাতের ঘটনা ঘটে। জানা গেছে, বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামের আতিয়ার রহমানের ছেলে দু’সন্তানের জনক দিনমজুর আশাবুল হক (৩২) মাঠ থেকে ঘাস কেটে বাড়ি ফেরার পথে গোয়ালপাড়া বাজারের নিকট আমবাগানে পৌঁছালে বজ্রপাতে ঘটনা ঘচে। এতে ঘটনাস্থলেই তার মৃতু্যূ হয়। পিতাকে হারিয়ে কান্নায় ভেঙ্গে পড়ে দুটি সন্তান, আর সংসারের একমাত্র আয়ের উৎস হারিয়ে দিশেহারা হয়ে পড়ে গোটা পরিবার। এদিকে, একই দিনে উপজেলার উথলী ইউনিয়নের উথলী ফার্মপাড়ার মৃত গফুর মÐলের ছেলে হতদরিদ্র দিনমজুর আবুল কাশেম (৬০) জীবনের তাগিদে উথলী ঈদগাহর পাশে বিলে মাছ ধরতে যেয়ে বজ্রপাতের ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থানে তার মৃত্যু হয়। এ ব্যাপারে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ গনির কাছে বজ্রপাতে মৃত্যুর বিষয়টি জানতে চাইলে তিনি ঘটনাটির সত্যতা স্বীকার করে বলেন, বুধবার বিকালে একটি সংবাদের মাধ্যমে জানতে পারলাম উপজেলার উথলী গ্রামের একজন কৃষক ও সীমান্ত ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামের একজন কৃষকরে বজ্রপাতে মৃত্যু হয়েছে। ঘটনাটি শোনা মাত্রই দুটি ঘটনাস্থানে পুলিশ পাঠানো হয়।