মাসুদ রানা, মেহেরপুর প্রতিনিধি ॥ কমিউনিটি ,জনপ্রতিনিধি,শিক্ষার্থী এবং সরকারি বেসরকারি সকলকে সমন্বয় এর মাধ্যমে মৌলিক সাক্ষরতা কর্মসুচী বাস্তবায়ন করতে হবে। রবিবার সকালে প্রাথমিক ও গণশিক্ষার শিক্ষক প্রশিক্ষকদের ৫ দিন ব্যাপি মৌলিক প্রশিক্ষনের উদ্বোধনী অনুষ্ঠানে মেহেরপুর জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন প্রধান অতিথির বক্তব্যে একথা কবেন। তিনি আরও বলেন আমাদের দেশ অনেক ক্ষেত্রে এগিয়ে গেছে, শিক্ষার ক্ষেত্রে এখনো পিছিয়ে আছে, তাই দেশের সরকার শিক্ষা ক্ষাতে সর্বোচ্চ অর্থ বিনিয়োগ করেছেন। আমাদের সকলকে দেশ ও মানুষের কল্যানে এগিয়ে আসতে হবে।
রবিবার সকাল ১০ টার সময় মেহেরপুর শিশু একাডেমী মিলনায়তনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয় উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো প্রশিক্ষণ আয়োজন করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপানুষ্ঠানিক মেহেরপুরের সহকারী পরিচালক কবির আহম্মেদ মোল্লা । বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রফিকউল আলম। এসময়ে সেখানে মেহেরপুর ফাউন্ডেশন নির্বাহী পরিচালক আবু নাছের, সুবাহ সংস্থার নির্বাহী পরিচালক মঈন-উল আলম
জেলার ২০ জন মাস্টার ট্রেইনার অংশগ্রহণ করেন । প্রশিক্ষণ পরিচালনা করেন কোর ট্রেইনার নিলুফা ইয়াছমিন।
শুক্রবার
২২শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ