কুয়াকাটায় ৪৪৫ পিস ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার !

0
19

নিউজ ডেস্ক:

পর্যটন কেন্দ্র পটুয়াখালীর কুয়াকাটা থেকে শাকিল (২২) নামের এক মাদক ব্যবসায়িকে ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে তাকে খাজুরা পয়েন্ট থেকে আটক করা হয়। এ সময় পুলিশ তল্লাশী চালিয়ে ৪৪৫ পিস ইয়াবা উদ্ধার করে।

অভিযানের নেতৃত্বে থাকা মহিপুর থানার এসআই হাফিজ জানান, ‘শাকিল মৎস্য বন্দর আলীপুর এলাকার কথিত ছাত্রলীগ নেতা ইয়াবা ব্যবসায়ী সোহেল খা’র ইয়াবার চালান আনা নেওয়ার কাজে দীর্ঘদিন ধরে জড়িত ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।

মহিপুর থানার ওসি মো.মিজানুর রহমান জানান, এ বিষয়ে মাদ্রকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। গ্রেফতারকৃতকে বৃহস্পতিবার সকালে আদালতে পাঠানো হয়েছে।