নিউজ ডেস্ক:
বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় ডিজিটাল জালিয়াতির অভিযোগে সরকারি কর্মকর্তাসহ ৯ জনকে আটক করেছে পুলিশ।
বুধবার দিনগত রাতে রাজধানীতে পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন সিআইডির এএসপি (মিডিয়া) শারমিন জাহান।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও বিভিন্ন নিয়োগ পরীক্ষায় জালিয়াতির কারণে এ যাবৎকালের সর্ববৃহৎ চক্রকে আটক করা হয়েছে। আটকদের মধ্যে সরকারি কর্মকর্তাও রয়েছেন। পরে এ বিষয়ে মালিবাগের সিআইডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।
বিডি-প্রতিদিন