শিরোনাম :
Logo প্রকৌশল শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ Logo ঢাকায় হামলার প্রতিবাদে চাঁবিপ্রবিতে প্রকৌশল অধিকার আন্দোলনে বিক্ষোভ Logo ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ গঠনে ১১ সদস্যের কমিটি Logo দিনাজপুরের বীরগঞ্জ শহীদ মিনার চত্বরে ২৭ই আগস্ট বুধবার দুপুর ১২ টায় পশ্চিম ভোগডোমায় খেলার মাঠ রক্ষায় মানববন্ধন করেন স্থানীয় জনগণ Logo উল্লাপাড়ায় বিএনপি নেতার ওপর প্রতিপক্ষের হামলার অভিযোগ Logo ঢাকায় প্রকৌশল অধিকার আন্দোলনে যোগ দিতে বাসের ব্যবস্থা করল যবিপ্রবি প্রশাসন Logo আওয়ামী ফ্যাসিস্ট দোষরদের শান্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা Logo সাতক্ষীরায় নিখোঁজের ৪ দিন পর রাজমিস্ত্রির অর্ধগলিত মরদেহ উদ্ধার Logo সাজিদের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে অবস্থান কর্মসূচি ঘোষণা Logo চাঁদপুর সদর উপজেলা পরিষদে আইনশৃঙ্খলা ও মাসিক সাধারণ সভা

বেনাপোল বন্দরে আগুন,শতকোটি টাকার ক্ষতি

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৯:৪৪:৩৫ অপরাহ্ণ, রবিবার, ৩ জুন ২০১৮
  • ৭৮২ বার পড়া হয়েছে

এবিএস রনি, শার্শা (যশোর) প্রতিনিধিঃ  যশোরের বেনাপোল স্থল বন্দ‌রের ভারভীয় ট্রাক টার্মিনা‌লে আবারো আগুন লে‌গে ক‌য়েকশত কোটি টাকার আমা‌নিকৃত পন্য পু‌ড়ে ছাই হ‌য়ে গেছে।

রোববার(৩রা জুন) সেহরির সময় রাত ৩,৪৫ ঘ‌টিকার দিকে আমদা‌নিকৃত পন্যর গা‌ড়ি‌তে আগুন লা‌গে। এসময় গা‌ড়ি‌তে থাকা তুলা, সুতা, পেপার, এবং কম্পি‌লিট মোটর সাই‌কে‌লের ক‌য়েক‌টি গা‌ড়ির কার্টুনসহ প্রায় এক’শ কেটি টাকার মালামাল পু‌ড়ে ভ‌স্মিভুত হয়।
আগুন লাগার পরপরই বেনা‌পোল ও ঝিকরগাছার দু‌টি ফায়ারসা‌র্ভিস দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ শুরু ক‌রে।শুরুতেই বেন‌পোল স্থল বন্দ‌রের ফায়ার সা‌র্ভি‌সের কর্মি‌দের আগুন নিয়ন্ত্র‌নে রাখার ব্যাপা‌রে কোন ভু‌মিকা রাখতে দেখা যায়‌নি।ঝিকরগাছার  ফায়ার সা‌র্ভিস; বেনা‌পোল পোর্ট থানা পু‌লিশ ও স্থানীয় লো‌কের সহ‌যো‌গিতায় দু’ঘন্টা পর ভোর সা‌ড়ে ৫টার সময় আগুন নিয়ন্ত্র‌নে আ‌সে।
এসময় বেনা‌পোল বন্দর প‌রিচালক আ‌মিনুল ইসলাম, ডি‌ডি রেজাউল ইসলাম, শার্শা থানা নির্বাহী অ‌ফিসার পুলক কুমার মন্ডল ঘটনাস্থল প‌রিদর্শন ক‌রেন। কিভা‌বে আগুন লাগার ঘটনা ঘ‌টে‌ছে এ ব্যাপা‌রে বন্দর প‌রিচালক মন্তব কর‌তে অপারগতা প্রকাশ ক‌রেন।
স্থা‌নিয় এক‌টি সুত্রেরর দাবী বন্দর কর্মকর্তা‌দের সহ‌যো‌গিতায় হয়ত কিছু পন্য চু‌রি হ‌য়ে‌ছে যার ফ‌লে আমদা‌নি কারক‌ যাতে বুঝতে না পারে তারজন্য পরিকল্পিত ভাবে এ আগুন লাগাতে পারে। এর আ‌গে ও এধর‌নের দুর্ঘটনার শিকার হ‌য়ে‌ছে বেনা‌পেল বন্দর।কয়েকশ কোটি টাকার ক্ষতি হলেও ঠিকমত তদন্ত হয়নি। অপরা‌ধিরা স‌ঠিক তদন্তের অভা‌বে বারবার পার পে‌য়ে যা‌চেছ।আগুন লাগার বিষয়টি নিয়ে সঠিক তদন্তের দাবী করছে এলাকাবাসী।পরিকল্পিতভাবে আগুন লাগানো হয়েছে বলে এদের দাবী।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

প্রকৌশল শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

বেনাপোল বন্দরে আগুন,শতকোটি টাকার ক্ষতি

আপডেট সময় : ০৯:৪৪:৩৫ অপরাহ্ণ, রবিবার, ৩ জুন ২০১৮

এবিএস রনি, শার্শা (যশোর) প্রতিনিধিঃ  যশোরের বেনাপোল স্থল বন্দ‌রের ভারভীয় ট্রাক টার্মিনা‌লে আবারো আগুন লে‌গে ক‌য়েকশত কোটি টাকার আমা‌নিকৃত পন্য পু‌ড়ে ছাই হ‌য়ে গেছে।

রোববার(৩রা জুন) সেহরির সময় রাত ৩,৪৫ ঘ‌টিকার দিকে আমদা‌নিকৃত পন্যর গা‌ড়ি‌তে আগুন লা‌গে। এসময় গা‌ড়ি‌তে থাকা তুলা, সুতা, পেপার, এবং কম্পি‌লিট মোটর সাই‌কে‌লের ক‌য়েক‌টি গা‌ড়ির কার্টুনসহ প্রায় এক’শ কেটি টাকার মালামাল পু‌ড়ে ভ‌স্মিভুত হয়।
আগুন লাগার পরপরই বেনা‌পোল ও ঝিকরগাছার দু‌টি ফায়ারসা‌র্ভিস দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ শুরু ক‌রে।শুরুতেই বেন‌পোল স্থল বন্দ‌রের ফায়ার সা‌র্ভি‌সের কর্মি‌দের আগুন নিয়ন্ত্র‌নে রাখার ব্যাপা‌রে কোন ভু‌মিকা রাখতে দেখা যায়‌নি।ঝিকরগাছার  ফায়ার সা‌র্ভিস; বেনা‌পোল পোর্ট থানা পু‌লিশ ও স্থানীয় লো‌কের সহ‌যো‌গিতায় দু’ঘন্টা পর ভোর সা‌ড়ে ৫টার সময় আগুন নিয়ন্ত্র‌নে আ‌সে।
এসময় বেনা‌পোল বন্দর প‌রিচালক আ‌মিনুল ইসলাম, ডি‌ডি রেজাউল ইসলাম, শার্শা থানা নির্বাহী অ‌ফিসার পুলক কুমার মন্ডল ঘটনাস্থল প‌রিদর্শন ক‌রেন। কিভা‌বে আগুন লাগার ঘটনা ঘ‌টে‌ছে এ ব্যাপা‌রে বন্দর প‌রিচালক মন্তব কর‌তে অপারগতা প্রকাশ ক‌রেন।
স্থা‌নিয় এক‌টি সুত্রেরর দাবী বন্দর কর্মকর্তা‌দের সহ‌যো‌গিতায় হয়ত কিছু পন্য চু‌রি হ‌য়ে‌ছে যার ফ‌লে আমদা‌নি কারক‌ যাতে বুঝতে না পারে তারজন্য পরিকল্পিত ভাবে এ আগুন লাগাতে পারে। এর আ‌গে ও এধর‌নের দুর্ঘটনার শিকার হ‌য়ে‌ছে বেনা‌পেল বন্দর।কয়েকশ কোটি টাকার ক্ষতি হলেও ঠিকমত তদন্ত হয়নি। অপরা‌ধিরা স‌ঠিক তদন্তের অভা‌বে বারবার পার পে‌য়ে যা‌চেছ।আগুন লাগার বিষয়টি নিয়ে সঠিক তদন্তের দাবী করছে এলাকাবাসী।পরিকল্পিতভাবে আগুন লাগানো হয়েছে বলে এদের দাবী।