নান্দাইলে ক্রিকেট টূর্ণামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৯:৩২:৪০ অপরাহ্ণ, বুধবার, ২৮ মার্চ ২০১৮
  • ৭৪৩ বার পড়া হয়েছে

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: নান্দাইলে গাংগাইল ইউনিয়নে শৈশী টের্ডাস এল.ই.ডি রঙ্গিন টেলিভিশন ক্রিকেট টূর্ণামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার নান্দাইল রোড উচ্চ বিদ্যালয় মাঠে টূর্ণামেন্টের ডোনার শৈশী টের্ডাসের মালিক শিক্ষক মাহফুজুল ইসলাম হিরন মাস্টার প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ফাইনাল খেলাটি উদ্বোধন করেন। খেলায় বেস্ট অব মিজান আমলীতলা একাদ্বশ আমলীতলা ও আরএস সুপার স্টার নান্দাইল রোড একাদ্বশ অংশগ্রহন করে। টুর্ণামেন্টের উদ্দ্যোক্তা ইফতেকার মামুনের সার্বিক সহযোগীতায় রুহুল আমিন ও সৌরভ মাহমুদ খেলায় অ্যাম্পায়ারের দায়িত্ব পালন করেন। খেলায় বেস্ট অব মিজান একাদ্বশ টসে জিতে প্রথমে ব্যাট ফাস্টের সিদ্ধান্ত নিয়ে ১২ ওভারে ৭ উইকেট হারিয়ে ১০৪ রান সংগ্রহ করে। অপরদিকে আরএস সুপার স্টার ১০৫ রানের টার্গেট নিয়ে খেলতে নেমে ৮ উইকেট হারিয়ে ২১ রানের ব্যবধানে খেলায় পরাজিত হয়। এতে বেস্ট অব মিজান আমলীতলা একাদ্বশ জয়লাভ করে। খেলা শেষে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি সাংবাদিক শাহজাহান ফকির ও ইফতেকার মামুন বেস্ট অব মিজান আমলীতলা একাদ্বশের অধিনায়ক মিজানুর রহমান মিজানের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নান্দাইলে ক্রিকেট টূর্ণামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৯:৩২:৪০ অপরাহ্ণ, বুধবার, ২৮ মার্চ ২০১৮

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: নান্দাইলে গাংগাইল ইউনিয়নে শৈশী টের্ডাস এল.ই.ডি রঙ্গিন টেলিভিশন ক্রিকেট টূর্ণামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার নান্দাইল রোড উচ্চ বিদ্যালয় মাঠে টূর্ণামেন্টের ডোনার শৈশী টের্ডাসের মালিক শিক্ষক মাহফুজুল ইসলাম হিরন মাস্টার প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ফাইনাল খেলাটি উদ্বোধন করেন। খেলায় বেস্ট অব মিজান আমলীতলা একাদ্বশ আমলীতলা ও আরএস সুপার স্টার নান্দাইল রোড একাদ্বশ অংশগ্রহন করে। টুর্ণামেন্টের উদ্দ্যোক্তা ইফতেকার মামুনের সার্বিক সহযোগীতায় রুহুল আমিন ও সৌরভ মাহমুদ খেলায় অ্যাম্পায়ারের দায়িত্ব পালন করেন। খেলায় বেস্ট অব মিজান একাদ্বশ টসে জিতে প্রথমে ব্যাট ফাস্টের সিদ্ধান্ত নিয়ে ১২ ওভারে ৭ উইকেট হারিয়ে ১০৪ রান সংগ্রহ করে। অপরদিকে আরএস সুপার স্টার ১০৫ রানের টার্গেট নিয়ে খেলতে নেমে ৮ উইকেট হারিয়ে ২১ রানের ব্যবধানে খেলায় পরাজিত হয়। এতে বেস্ট অব মিজান আমলীতলা একাদ্বশ জয়লাভ করে। খেলা শেষে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি সাংবাদিক শাহজাহান ফকির ও ইফতেকার মামুন বেস্ট অব মিজান আমলীতলা একাদ্বশের অধিনায়ক মিজানুর রহমান মিজানের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন।