মঙ্গলবার | ২৩ ডিসেম্বর ২০২৫ | শীতকাল
শিরোনাম :
Logo সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে মুন্সিগঞ্জের বার্তার সৌজন্য সাক্ষাৎ Logo দেবহাটায় সাসের সমৃদ্ধি কর্মসূচির উন্নয়ন মেলা অনুষ্ঠিত Logo নানা আয়োজনে দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত Logo চাঁদপুর-৩ আসনে মনোনয়নপত্র তুললেন কমিউনিস্ট পার্টির প্রার্থী জাহাঙ্গীর হোসেন Logo দীর্ঘ ৩০ বছর ধরে বসবাস করা বসতবাড়ি ভোগদখল জমিজমা নিমিষেই বেদখল Logo আন্তর্জাতিক ওয়াইফাই নেটওয়ার্ক ‘এডুরম’ উদ্বোধন খুলনা বিশ্ববিদ্যালয়ে Logo পলাশবাড়ীতে বিএনপির আনন্দ মিছিল Logo মাদকবিরোধী ব্যাডমিন্টন টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ খেলাধুলার মাধ্যমে তরুণদের মাদক থেকে দূরে রাখতে হবে” — অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ এরশাদ উদ্দিন Logo খুলনায় এনসিপি নেতাকে গুলি: সাতক্ষীরা সীমান্ত সিল, বিজিবির ৫৭ চেকপোস্ট ও ৮৭টি অতিরিক্ত টহল Logo কুয়াশার চাদরে মোড়া ডিসেম্বরের ক্যাম্পাস

তদন্ত রিপোর্ট সাপেক্ষে ডিআইজি মিজানের বিরুদ্ধে ব্যবস্থা: আইজিপি

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৯:২৬:৫৭ অপরাহ্ণ, শনিবার, ২৪ ফেব্রুয়ারি ২০১৮
  • ৭৭৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক: ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ডিআইজি মিজানুর রহমানের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পাওয়ার পর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

শনিবার সন্ধ্যায় সিলেট জেলা পুলিশ আয়োজিত ‘মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী সমাবেশ’-এ প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আইজিপি বলেন, ডিআইজি মিজানুর রহমানের বিরুদ্ধে আসা অভিযোগের তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে যে রিপোর্ট দেয়া হবে, সেই রিপোর্টের ওপর ভিত্তি করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

পুলিশ প্রধান বলেন, কবে নাগাদ হতে পারে সেটা আমি বলতে পারছি না। তবে রিপোর্ট পাওয়া সাপেক্ষেই ব্যবস্থা নেয়া হবে।

এর আগে সিলেট রেঞ্জের ডিআইজি মো. কামরুল আহসানের সভাপতিত্বে ও পুলিশ সুপার মো. মনিরুজ্জামানের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আইজিপি জাবেদ পাটোয়ারী বলেন, পুলিশে জনবল নিয়োগে সরকারের যে অর্থ ব্যয় হচ্ছে, তা সরকারের বিনিয়োগ। এর সুফল পাবে জনগণ।

প্রসঙ্গত, ‘তুলে নিয়ে বিয়ে করলেন অতিরিক্ত পুলিশ কমিশনার!’ শিরোনামে এ বছরের ৭ জানুয়ারি যুগান্তরে ডিআইজি মিজানের বিরুদ্ধে বহুল আলোচিত রিপোর্ট প্রকাশিত হয়। ‘এক সংবাদপাঠিকার জীবনও বিষয়ে তুলেছেন ডিআইজি মিজান’ শিরোনামে পরদিন ৮ জানুয়ারি আরও একটি রিপোর্ট প্রকাশিত হলে দেশজুড়ে তীব্র ক্ষোভ ও সমালোচনার ঝড় বইতে শুরু করে। জনমনে প্রত্যাশা ছিল- অভিযুক্ত এ পদস্থ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া সময়ের ব্যাপার।

৮ জানুয়ারি থেকে যমুনা টিভিও বিষয়টি নিয়ে একাধিক প্রতিবেদন সম্প্রচার করে। যেখানে তথ্য-প্রমাণ হিসেবে অভিযোগের অনেক কিছু অডিও ও ভিডিওর মাধ্যমে সম্প্রচার করা হয়। এরপর ৯ জানুয়ারি ডিআইজি মিজানুর রহমানকে প্রত্যাহার করার সিদ্ধান্তটি সরকারের তরফ থেকে জানানো হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে মুন্সিগঞ্জের বার্তার সৌজন্য সাক্ষাৎ

তদন্ত রিপোর্ট সাপেক্ষে ডিআইজি মিজানের বিরুদ্ধে ব্যবস্থা: আইজিপি

আপডেট সময় : ০৯:২৬:৫৭ অপরাহ্ণ, শনিবার, ২৪ ফেব্রুয়ারি ২০১৮

নিউজ ডেস্ক: ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ডিআইজি মিজানুর রহমানের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পাওয়ার পর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

শনিবার সন্ধ্যায় সিলেট জেলা পুলিশ আয়োজিত ‘মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী সমাবেশ’-এ প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আইজিপি বলেন, ডিআইজি মিজানুর রহমানের বিরুদ্ধে আসা অভিযোগের তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে যে রিপোর্ট দেয়া হবে, সেই রিপোর্টের ওপর ভিত্তি করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

পুলিশ প্রধান বলেন, কবে নাগাদ হতে পারে সেটা আমি বলতে পারছি না। তবে রিপোর্ট পাওয়া সাপেক্ষেই ব্যবস্থা নেয়া হবে।

এর আগে সিলেট রেঞ্জের ডিআইজি মো. কামরুল আহসানের সভাপতিত্বে ও পুলিশ সুপার মো. মনিরুজ্জামানের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আইজিপি জাবেদ পাটোয়ারী বলেন, পুলিশে জনবল নিয়োগে সরকারের যে অর্থ ব্যয় হচ্ছে, তা সরকারের বিনিয়োগ। এর সুফল পাবে জনগণ।

প্রসঙ্গত, ‘তুলে নিয়ে বিয়ে করলেন অতিরিক্ত পুলিশ কমিশনার!’ শিরোনামে এ বছরের ৭ জানুয়ারি যুগান্তরে ডিআইজি মিজানের বিরুদ্ধে বহুল আলোচিত রিপোর্ট প্রকাশিত হয়। ‘এক সংবাদপাঠিকার জীবনও বিষয়ে তুলেছেন ডিআইজি মিজান’ শিরোনামে পরদিন ৮ জানুয়ারি আরও একটি রিপোর্ট প্রকাশিত হলে দেশজুড়ে তীব্র ক্ষোভ ও সমালোচনার ঝড় বইতে শুরু করে। জনমনে প্রত্যাশা ছিল- অভিযুক্ত এ পদস্থ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া সময়ের ব্যাপার।

৮ জানুয়ারি থেকে যমুনা টিভিও বিষয়টি নিয়ে একাধিক প্রতিবেদন সম্প্রচার করে। যেখানে তথ্য-প্রমাণ হিসেবে অভিযোগের অনেক কিছু অডিও ও ভিডিওর মাধ্যমে সম্প্রচার করা হয়। এরপর ৯ জানুয়ারি ডিআইজি মিজানুর রহমানকে প্রত্যাহার করার সিদ্ধান্তটি সরকারের তরফ থেকে জানানো হয়।