নিউজ ডেস্ক:
চুয়াডাঙ্গা পৌর এলাকার বাসটার্মিনাল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে চাঁদ আলী (৩০) নামের এক মোটরসাইকেলের চালক প্রাণ হারিয়েছেন। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। চাঁদ আলী পৌর এলাকার নূরনগর গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. শামীম কবীর জানান, চাঁদ আলী দুপুরে মোটরসাইকেলযোগে চুয়াডাঙ্গার দিকে আসছিলো। বাসটার্মিনাল এলাকায় একটি ইজিবাইককে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়ে সে। এতে চাঁদ আলীর মাথায় গুরুতর জখম হয় এবং বাম চোখটি উপড়ে যায়। এলাকাবাসী তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে পৌঁছার আগেই মারা যায় চাঁদ আলী।



















































