শার্শা (যশোর) প্রতিনিধি।। শার্শার বাগঅঁচড়ায় মোটর সাইকেল দূর্ঘটনায় নজরুল ইসলাম নজু (৪৫) নামে একজন নিহত হয়েছে। নিহত নজরুল বাগআঁচড়া সাত মাইল ধাবক পাড়া এলাকার দাদের আলী ধাবকের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানায় বুধবার সন্ধ্যায় সাতমাইল- গোগা রোডের বাগআঁচড় সাতমাইল এলাকার একটি ধানের আড়তে বসা ছিলো, মাগরিবের নামাজের জন্য সে ওজু করে রাস্তা পার হওয়ার সময় বসতপুর থেকে আসা একটি দ্রুতগামী মটর সাইকেল তাকে ধাক্কা দেয়। স্থানীয়রা তাকে গুরুত্বর আহত অবস্থায় প্রথমে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে পরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাতে ঢাকায় নেওয়ার পথে মানিকগঞ্জে পৌছালে ভোর ৩টার দিকে সে মারা যায়। এ ঘটনায় গুরুত্বর আহত মোটর সাইকেলের দুজন আরোহী বাগআঁচড়া বসতপুর ২নং কলোনী এলাকার কবির হোসেনের ছেলে মোহম্মাদ (১৮) ও জামাল হোসেনের ছেলে জিয়াদ (২০) যশোর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে।
শুক্রবার
২৮শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
২৮শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ