ঝিনাইদহ প্রতিনিধিঃ
রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন-ভাতা ও পেনশনের দাবিতে ঝিনাইদহ মানববন্ধন ও মোমবাতি প্রজ্জলন করেছে পৌর কর্মকর্তা-কর্মচারিরা। বুধবার রাতে ঝিনাইদহ প্রেসক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করে পৌর সার্ভিসেস এসোসিয়েশন। ঘন্টাব্যাপী চলা এই কর্মসূচীতে সংগঠনটির, জেলা ও উপজেলা শাখার নেতৃবৃন্দ মোমবাতি হাতে নিয়ে অংশ নেয়। এসময় বাংলাদেশ পৌর পৌর সার্ভিসেস এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আব্দুল হান্নান, পৌর কাউন্সিলর এসোসিয়েশন জেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম মধু, বাংলাদেশ পৌরসভা সার্ভিসেস এসোসিয়েশন জেলা শাখার সভাপতি আছাদুজ্জামান চাঁন, সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম, পৌরসভা সার্ভিসেস এসোসিয়েশন জেলা শাখার সদস্য বদর উদ্দিন, বি এম আব্দুল মজিদ, রুহুল আমীন, সেলিম রেজা, শাহিনুর ইসলাম, নাজির, অঞ্জলী রানী বক্তব্য রাখেন। এসময় বক্তারা বলেন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেক নাগরিকের সেবাই পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা দিয়ে থাকেন। কিন্তু দেশের অন্য প্রতিষ্ঠানে চাকরিরতদের সুযোগ সুবিধা বাড়লেও পৌর কর্মচারীদের ভাগ্যের কোনও উন্নয়ন হয়নি। তাই সরকারি কোষাগার থেকে বেতন-ভাতা পেনশন প্রদানের যৌক্তিক দাবি নিয়ে তারা আন্দোলনে নেমেছেন। তারা বলেন, সরকার যতক্ষণ পর্যন্ত তাদের এ দাবি পূরণ না করবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে।























































