মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর শহরের কলেজ মোড়ে বাবু গ্যারেজে কাজ করার সময় সর্টসার্কিটের কারনে আগুন লেগে একটি প্রাইভেট কার পুড়ে নষ্ট হয়েছে। গতকাল রবিবার দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় গ্যারেজ মালিকে ভাই হাসান আলী আহত হয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন।
স্থানীয়রা জানান, ঘটনার সময় সদর উপজেলার রায়পুর গ্রামের ওসমান গণীর একটি প্রাইভেট কারের তেলের ট্যাঙ্ক ফুটো হয়ে যাওয়ার কারনে সার্ভিস করতে গ্যারেজে যায় ওসমান গনী। সার্ভিস করা সময় ট্যাঙ্ক খুলতে যাওয়ায় বিদ্যুতের সর্টসার্কিট থেকে আগুন লাগে। এই ঘটনায় গ্যারেজ মালিকে ভাই হাসান আলী পাশে কাজ করার সময় তার গায়ে আগুন লেগে যায় । এতে হাসান আলী গুরুতর আহত হলে স্থানীয়রা মেহেরপুর জেনারেল হাসপাতালে ভার্তি করেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা সেখানে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রাইভেট কারটি একেবারে পুড়ে গেছে।
রবিবার
১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ