বীরগঞ্জের ক্ষুদে মেয়ে ফুটবলারেরা রংপুর বিভাগীয় পর্যায়ে ১ম ধাপে বিজয়ী

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৮:০০:৩২ অপরাহ্ণ, রবিবার, ৫ নভেম্বর ২০১৭
  • ৭৩৫ বার পড়া হয়েছে

এন.আই.মিলন, দিনাজপুর প্রতিনিধি- বঙ্গমাতা ফজিলাতুন নেছা গোল্ডকাপ ফুটবল টুনামেন্টে রংপুর বিভাগীয় পর্যায়ে কোয়াটার ফাইনালে দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলা ১-০ গোলে বিজয়ী হয়।
রংপুর বিভাগীয় পর্যায়ে বঙ্গমাতা ফজিলাতুন নেছা গোল্ডকাপ ফুটবল টুনামেন্টে রংপুর ষ্টোডিয়ামে ৫ নভেম্বর রবিবার দুপুর ২টায় দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলা অংশগ্রহন করে কোয়াটার ফাইনালে ঠাকুরগাও সদর উপজেলাকে ১-০ গোলে হারিয়ে বিজয়ী হয়। দলনায়ক হিয়া রায় গোলটি করে।
এসময় বীরগঞ্জ উপজেলা সহকারী শিক্ষা অফিসার ও বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফজিলাতুন নেছা গোল্ডকাপ ফুটবল টুনামেন্টের টিম ম্যানাজার মোঃ রাশেদুজ্জামান, সহকারী শিক্ষা অফিসার মোঃ নাজিম উদ্দিন, মাকড়াই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, চৌধুরীহাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ আকেফিনা বেগম, টিম প্রশিক্ষক শংকর রায় সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা বৃন্দউপস্থিত ছিলেন।
বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলম হোসেন ও উপজেলা শিক্ষা অফিসার মোঃ এরশাদুল হক জানায়, বীরগঞ্জ উপজেলার মাকড়াই সরকারী বিদ্যালয় দিনাজপুর জেলা চাম্পিয়ন হয়ে রংপুর বিভাগীয় খেলায় অংশগ্রহন করেছে। আগামী ৭ নভেম্বর সেমী ফাইনালে খেলা অনুষ্ঠিত হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বীরগঞ্জের ক্ষুদে মেয়ে ফুটবলারেরা রংপুর বিভাগীয় পর্যায়ে ১ম ধাপে বিজয়ী

আপডেট সময় : ০৮:০০:৩২ অপরাহ্ণ, রবিবার, ৫ নভেম্বর ২০১৭

এন.আই.মিলন, দিনাজপুর প্রতিনিধি- বঙ্গমাতা ফজিলাতুন নেছা গোল্ডকাপ ফুটবল টুনামেন্টে রংপুর বিভাগীয় পর্যায়ে কোয়াটার ফাইনালে দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলা ১-০ গোলে বিজয়ী হয়।
রংপুর বিভাগীয় পর্যায়ে বঙ্গমাতা ফজিলাতুন নেছা গোল্ডকাপ ফুটবল টুনামেন্টে রংপুর ষ্টোডিয়ামে ৫ নভেম্বর রবিবার দুপুর ২টায় দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলা অংশগ্রহন করে কোয়াটার ফাইনালে ঠাকুরগাও সদর উপজেলাকে ১-০ গোলে হারিয়ে বিজয়ী হয়। দলনায়ক হিয়া রায় গোলটি করে।
এসময় বীরগঞ্জ উপজেলা সহকারী শিক্ষা অফিসার ও বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফজিলাতুন নেছা গোল্ডকাপ ফুটবল টুনামেন্টের টিম ম্যানাজার মোঃ রাশেদুজ্জামান, সহকারী শিক্ষা অফিসার মোঃ নাজিম উদ্দিন, মাকড়াই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, চৌধুরীহাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ আকেফিনা বেগম, টিম প্রশিক্ষক শংকর রায় সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা বৃন্দউপস্থিত ছিলেন।
বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলম হোসেন ও উপজেলা শিক্ষা অফিসার মোঃ এরশাদুল হক জানায়, বীরগঞ্জ উপজেলার মাকড়াই সরকারী বিদ্যালয় দিনাজপুর জেলা চাম্পিয়ন হয়ে রংপুর বিভাগীয় খেলায় অংশগ্রহন করেছে। আগামী ৭ নভেম্বর সেমী ফাইনালে খেলা অনুষ্ঠিত হবে।