হাবিবুল ইসলাম হাবিব, টেকনাফ: টেকনাফে আয়কর মেলা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হয়েছে। গতকাল ৫ নভেম্বর রোববার বেলা ১১ টার দিকে টেকনাফ পৌরসভার ইসলামাবাদ এলাকায় আয়কর অফিস মিলনায়তনে আয়োজিত আয়কর মেলা’র শুভ উদ্বোধন করেন, উখিয়া-টেকনাফের আসনের সরকার দলীয় সংসদ সদস্য আলহাজ্ব আবদুর রহমান বদি সিআইপি।
আলোচনা সভায় সাংসদ বদি প্রধান অতিথির বক্তব্যে ব্যবসায়ীদের সঠিক আয়কর প্রদানের আহ্বান জানিয়ে বলেন, বর্তমান সরকারের রাজস্ব বোর্ড করদাতাদের দোরগোড়ায় পৌঁছে যাওয়ার যে সুযোগ করে দিয়েছে, ভব্যিষতেও তা অব্যাহত থাকবে। করবান্ধব পরিবেশে কর আহরণ করা হচ্ছে তাতে ব্যবসায়ীরা সন্তুষ্ট বলে যোগ করেন তিনি। বিএনপি-জামাতের নেতা-কর্মীরা ইয়াবা ব্যবসার সাথে জড়িত, তাদের আইনের আওতায় আনতে হবে। তারা সরকারকে টাক্স দেয় না। আগামী নির্বাচনে তারা ইয়াবার কালো টাকা ছাড়বে বলেও জানান।
তিনি আরো জানান, যে জনগণের করের টাকায় সরকারি কর্মকান্ড পরিচালিত হয় সেই জনগণের সেবা করাই সরকারি কর্মচারীদের কর্তব্য, করদাতাদের কোন ধরণের হয়রানি না করারও আহবান জানান। গাড়ি চালাতে যেমন তেলের প্রয়োজন তেমনি দেশ পরিচালনার জন্য করের প্রয়োজন। আমাদের নির্ধারিত আয় থেকে সরকারকে টাক্স দিয়ে দেশের গর্বিত নাগরিক হতে সকলের প্রতি আহবান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, টেকনাফ উপজেলা চেয়ারম্যান জাফর আহমদ। উপস্থিত ছিলেন, টেকনাফ মডেল থানার ওসি মাইন উদ্দিন খাঁন, টেকনাফ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি জহির হোসেনএমএ, টেকনাফ পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোহাং আলম বাহাদুর।
আয়কর মেলা ২০১৭ এর উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, কক্সবাজার সহকারী কমিশনার জাকারিয়া হোসেন, সভাপতিত্ব করেন, চট্রগ্রাম কর অঞ্চল-৪ এর অতিরিক্ত কর কমিশনার মুহাম্মদ মফিজ উদ-দৌলা।
কক্সবাজার আয়কর অফিসের কর কর্মকতা মো. জাকারিয়া জানান, দ্রুত কর আদায়ে সমস্ত সুযোগ-সুবিধা ও সেবার ব্যবস্থা করা হয়েছে। মেলায় প্রতিবছর ক্রমান্বয়ে আয়কর প্রদানের সংখ্যা বাড়ছে।