মেহেরপুর প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বিশ্ব ঐতিহ্যের দলিল (ওয়ার্ল্ডস ডকুমেন্টারি হেরিটেজ) হিসেবে জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা (ইউনেস্কো) ৪৮তম স্থানে স্বীকৃতি প্রদান করায় মেহেরপুরে আনন্দ র্যালী বের করেছে জেলা ছাত্রলীগ। গতকাল শনিবার সকালে জেলা ছাত্রলীগের সভাপতি বারিকুল ইসলাম লিজনের নেতৃত্বে সরকারী কলেজ প্রাঙ্গন থেকে শুরু করে কলেজ মোড় প্রদিক্ষণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। এসময় সেখানে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানা, দপ্তর সম্পাদক সাজেদুর রহমান সেতু, সরকারী কলেজ ছাত্রলীগের সভাপতি কুদরত ই খোদা রুবেল, সাধারণ সম্পাদক মাসুদ রানাসহ জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা র্যালীতে উপস্থিত ছিলেন।
বুধবার
১৪ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
১৪ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ