লক্ষ্মীপুর প্রতিনিধি: ইলিশের প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞা সময় সীমা শেষ আজ। অগামীকাল থেকে নদীতে মাছ শিকারে যাবেন জেলেরা। এরই মধ্যে জাল বুনিয়ে ও নৌকা মেরামত করে প্রস্তুত রয়েছেন তারা। গত পহেলা অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত টানা ২২ দিন লক্ষ্মীপুরের মেঘনায় সকল ধরণের মাছ ধরা নিষিদ্ধ করে সরকার। সরকারের ঘোষিত সময় নদীতে মাছ শিকার থেকে সম্পন্ন বিরত ছিল লক্ষ্মীপুরের ৬৮ হাজার জেলে। তবে নিষেধাজ্ঞার প্রথম দিকে মাছ শিকারের অপরাধে ৯ জেলেকে জেল জরিমান করার পর কোন জেলে নদীতে যায়নি। এতে করে প্রজণণ মৌসুমে মা ইলিশ রক্ষায় শতভাগ সফল হয়েছে বলে মনে করছেন জেলা মৎস্য অধিদপ্তর।
























































