লক্ষ্মীপুর প্রতিনিধি: জাতীয়করণের লক্ষ্যে ঘোষিত বেসরকারি কলেজ শিক্ষকদের জন্য প্রধানমন্ত্রীর অনুশাসন, নন-ক্যাডার ও জাতীয় শিক্ষানীতি ২০১০-এ বর্ণিত নির্দেশনা অন্তর্ভূক্ত করে বিধিমালা জারির দাবীতে লক্ষ্মীপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির শিক্ষকরা। রোববার দুপুরে লক্ষ্মীপুর প্রেসক্লাবে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনটির জেলা শাখার সভাপতি আই কে সেলিম উল্লাহ খোন্দকারের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, মহাসচিব মোঃ শাহেদুল খবির চৌধুরী, প্রফেসর জাকির হোসেন, সহকানি অধ্যাপক গিয়াস উদ্দিন আহম্মেদ ভূঁইয়াসহ শিক্ষক সমিতির নের্তৃবৃন্দ।
মতবিনিময় কালে বক্তারা তাদের ৪ দফা দাবীর কথা উল্লেখ করে বলেন, জাতীয় শিক্ষানীতি ২০১০ এর আলোকে জাতীয়করণকৃত কলেজের শিক্ষকবৃন্দকে নন-ক্যাডার করে তাঁদের চাকরি মাননীয় প্রধানমন্ত্রীর অনুশাসন অনুযায়ী স্ব স্ব কলেজের সু-নিদিষ্ট করে আগামী ১৬ নভেম্বর ২০১৭ এর মধ্যে স্বতন্ত্র বিধিমিালা জারি করতে হবে। জাতীয়করণের আদেশ জারির পূর্বেই বিধিমালা প্রণয়ন করতে হবে, সরকারী কর্মকমিশন কর্তৃক গৃহিত প্রতিযোগিতামূলক বিসিএস পরীক্ষার মাধ্যমে নিয়োগের জন্য সুপারিশ ব্যতিত অন্য কোন পথে কোন ব্যক্তিকে ক্যাডারভুক্ত করা যাবেনা বলেও দাবী জানান তারা।