মেহেরপুর সংবাদদাতা: মেহেরপুর ২ শে অক্টোবর ॥ “সাবধানে চালাবো গাড়ি, নিরাপদে ফিরবো বাড়ি” এ প্রতিপাদ্যে মেহেরপুরে পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস। দিবসটি উপলক্ষে রবিবার সকাল ৯ টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বর থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট শেখ ফরিদ আহমেদের নেতৃত্বে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেলা শিল্পকলা একাডেমীর সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা শিল্পকলা একাডেমির হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট শেখ ফরিদ আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন বি.আর.টিএ এর চুয়াডাঙ্গা-মেহেরপুরের সহকারি পরিচালক (ইঞ্জি)আতিয়ার রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি আলহাজ্ব গোলাম রসুল, এল.জি.ই.ডি এর নির্বাহী প্রকৌশলী আজিমুদ্দীন সরকার, প্রেসক্লাবের সাধারন সম্পাদক রফিক উল আলম, সাবেক সভাপতি রশিদ হাসান খান আলো, নিরাপদ সড়ক চাই এর সভাপতি ডাঃ বাশার , জেলা ট্রাক ও ট্রলার শ্রমিক ইউনিয়নের সভাপতি কদর আলী প্রমূখ।
নাজমুল আহমেদের সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা মোটর শ্রমিক ইউনিয়নরে সাধারন সম্পাদক মতিয়ার রহমান, মেহেরপুর বিআরটিএ অফিসের সিল ম্যাকানিক আবুল হাসান মিঠু, কম্পিউটার অপারেটর নুর হাসান সজীবসহ সরকারি কর্মকর্তা ও মোটর শ্রমিক ইউনিয়নরে নেতা-কর্মীরা, চালকসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ।
শনিবার
১৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
১৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ