রায়ে সংক্ষুব্ধ হলে আপিল করবেন: আসামিপক্ষের আইনজীবীরা !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:৫৪:৫২ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১৭ জানুয়ারি ২০১৭
  • ৭৫৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলায় আসামিরা রায়ে সংক্ষুব্ধ হলে উচ্চ আদালতে আপিল করবেন বলে জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবীরা।

গতকাল সোমবার সকালে চাঞ্চল্যকার এই মামলার রায় ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তারা একথা বলেন।

তবে রায়ে সন্তোষ প্রকাশ করেছেন বাদি ও বাদিপক্ষের আইনজীবীরা। এই তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় প্যানেল মেয়র নিহত নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি বলেন, আমরা রায়ে সন্তোষ প্রকাশ করছি। তবে সাজা দ্রুত কার্যকর করার দাবি জানাচ্ছি।

এর আগে, গতকাল সোমবার সকালে নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেন আলোচিত এই মামলার রায় ঘোষণা করেন। রায়ে চার্জশিটে থাকা ৩৫ আসামির মধ্যে ২৬ জনের ফাঁসি ও বাকিদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রায়ে সংক্ষুব্ধ হলে আপিল করবেন: আসামিপক্ষের আইনজীবীরা !

আপডেট সময় : ১১:৫৪:৫২ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১৭ জানুয়ারি ২০১৭

নিউজ ডেস্ক:

নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলায় আসামিরা রায়ে সংক্ষুব্ধ হলে উচ্চ আদালতে আপিল করবেন বলে জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবীরা।

গতকাল সোমবার সকালে চাঞ্চল্যকার এই মামলার রায় ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তারা একথা বলেন।

তবে রায়ে সন্তোষ প্রকাশ করেছেন বাদি ও বাদিপক্ষের আইনজীবীরা। এই তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় প্যানেল মেয়র নিহত নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি বলেন, আমরা রায়ে সন্তোষ প্রকাশ করছি। তবে সাজা দ্রুত কার্যকর করার দাবি জানাচ্ছি।

এর আগে, গতকাল সোমবার সকালে নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেন আলোচিত এই মামলার রায় ঘোষণা করেন। রায়ে চার্জশিটে থাকা ৩৫ আসামির মধ্যে ২৬ জনের ফাঁসি ও বাকিদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।