নাসির-ভুট্টো প্যানেলের নিরঙ্কুশ বিজয়
শার্শা (যশোর) প্রতিনিধি।।বাগআঁচড়া- নাভারণ- বেনাপোল সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন দিনভর অবিরাম গুড়ি গুড়ি বৃষ্টি ও দূর্যোগ পূর্ণ আবহাওয়ার মধ্যেও উৎসব মুখর পরিবেশে অবাধ, সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৮টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ করা হয়। ১ হাজার ৪শ ৯৬ জন ভোটারের মধ্যে ১ হাজার ৩শ ৪০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রদান করেন। এই নির্বাচনে ১৬টি পদের বিপরীতে নাসির- ভুট্টো, মনি- কিনা, রাজ্জাক- শহিদুল পরিষদের তিনটি প্যানেল থেকে ৪৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে। নির্বাচনে নাসির- ভুট্টো পরিষদ পূর্ণ প্যানেল জয় পেয়েছে। নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার বিশিষ্ট ট্রেড ইউনিয়ন নেতা মাহবুবুর রহমান মজনু প্রথামিক ভাবে নাসির- ভুট্টো পরিষদকে বিজয়ী ঘোষণা করেন। নাসির- ভুট্টো পরিষদের সভাপতি পদে নাসির উদ্দিন মই প্রতীকে ৪৯৯ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মনি- কিনা পরিষদের জাকির হোসেন ছাতা প্রতীকে ৩৯৫ ভোট পেয়েছে। সাধারণ সম্পাদক পদে নাসির- ভুট্টো পরিষদে আজিজুর রহমান ভুট্টো বাস প্রতীকে ৪৭৩ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম মনি- কিনা পরিষদের আনিছুর রহমান কিনা চাকা প্রতীকে ৪৩১ ভোট পেয়েছে। অন্যান্য বিজয়ীরা হলেন সহ-সভাপতি আশরাফুল ইসলাম (৪৯৪), তবিবর রহমান (৪৯০), যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুল হাই (৪৯৩), সহ- সম্পাদক রফিকুল ইসলাম (৫০৬), সাংগঠনিক সম্পাদক (৪৭৯), প্রচার সম্পাদক রফিকুল ইসলাম (৪৯৩), কোষাধ্যক্ষ শেখ নজিবুল্লাহ (৪৮২), দপ্তর সম্পাদক খন্দকার সামছুল হুদা (৪৭৫), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সোহাগ হোসেন (৪৯৮), শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক ইলিয়াজ হোসেন (৪৮৬), সড়ক সম্পাদক হাফিজুর রহমান (৪৭৭), সদস্য আব্দুল করিম (৪৮৮), সাহাদৎ হোসেন (৪৮৬)। এসময় দায়িত্ব প্রাপ্ত নির্বাহী ম্যাজিষ্ট্রেট হিসাবে সর্বক্ষনিক দায়িত্ব পালন করেন শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল ওয়াদুদ, বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ ইনস্পেক্টর জিয়াউর রহমান জিয়া, নির্বাচন কমিশনার বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইলিয়াছ কবির বকুল। নির্বাচন পর্যবেক্ষক হিসাবে ছিলেন বাগআঁচড়া প্রেসক্লাবের সভাপতি শেখ ইন্তাজুর রহমান মুকুল, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান নয়ন, সাংবাদিক ইমতিয়াজ আহম্মেদ স্বপন, আবু বকর ছিদ্দিক রনি। এছাড়া নির্বাচন পরিদর্শন করেন নাভারণ সার্কেলের এএসপি মেহেদী ইমরান সিদ্দিকী।