রিপোর্ট : ইমাম বিমান: ঝালকাঠিতে বৈরী অাবহাওয়াকে উপেক্ষা করে ইউনিয়ন অাওয়ামীলীগ ও তার অংগ সংগঠনকে সচল সহ নির্বাচনের অাগাম প্রস্তুতি সম্পর্কে সচেতনতার লক্ষ্যে সদরের ৩নং নবগ্রাম ইউনিয়ন অাওয়ামীলীগের উদ্যোগে ইউনিয়নের ৫ নং ওয়ার্ড অাওয়ামীলীগের সভাপতি সৈয়দ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে এক বর্ধীত সভার অায়োজন করা হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা অাওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও ৩নং নবগ্রাম ইউপি চেয়ারম্যান মজিবুল হক অাকন্দ। এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,
” উন্নয়নের রুপকার শেখ হাসিনা সরকার ” বিগত দিনে দেশের অন্যান্য রাজনৈতিক দল ক্ষমতায় এসে দেশ তথা ঝালকাঠি জেলার কোন উন্নয়ন হয়নি কিন্তু অাজ জেলার যে দিকেই তাকাই অাওয়ামীলীগের উন্নয়ন দেখতে পাই বর্তমান সময়ে অাওয়ামীলীগ সরকারের মাননীয় শিল্প মন্ত্রী অামাদের তথা জননেতা অালহাজ্ব অামির হোসেন অামু এমপি মহাদ্বয়ের উদ্যোগেই অাজ ঝালকাঠি একটি মডেল জেলা হিসেবে দেখতে পাচ্ছেন। উক্ত সভায় অারো বক্তব্য রাখেন বিশেষ অতিথি উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মামুন হোসেন লাভলু, ইউনিয়ন অাওয়ামীলীগ সভাপতি কাঞ্চন অালি মিয়া, ইউনিয়ন অাওয়ামীলীগের সাধারন সম্পাদক হান্নান তালুকদার, ইউনিয়ন অাওয়ামীলীগের সিনিয়র সাধারন সম্পাদক মশিউর রহমান ভুলু, ইউনিয়ন কৃষক লীগের সভাপতি কাজী শাখাওয়াত হোসেন, ইউনিয়ন অাওয়ামীলীগের প্রচার সম্পাদক মজিবর রহমান, ওয়ার্ড কৃষক লীগের সভাপতি ও ইউপি সদস্য লস্কর হাদিসুর রহমান দিপু প্রমুখ। উক্ত সভা অনুষ্ঠানটি উপম্থাপনা করেন ইউনিয়ন অাওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অাজগর অালী মল্লিক।
এ সময় ইউনিয়ন অাওয়ামীলীগের সকল অংগ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।