ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের হরিণাকুন্ডুতে সন্ত্রাসীদের গুলিতে নিহত বিএনপি নেতা আজিজুর রহমানের মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে উপজেলার ওয়াপদা মোড় এলাকা থেকে একটি শোক র্যালী বের করা হয়। র্যালীটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে তার বাড়ীতে আলোচনা সভার আয়োজন করা হয়। হরিণাকুন্ডু পৌর বিএনপির সভাপতি জিন্নাতুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিণাকুন্ডু উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব এ্যাড. এম এ মজিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি ডা: আবুল কাশেম, সাধারণ সম্পাদক তাইজাল হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনিচুর রহমান সহ অন্যান্যরা। বক্তারা আজিজুর রহমানের হত্যাকারীদের বিচার দাবী করেন। ২০০৫ সালের ১৯ অক্টোবর হরিণাকুন্ডু থানার সামনে উপজেলা বিএনপির সভাপতি ও পৌরসভার মেয়র আজিজুর রহমানের ব্রাশফায়ারে নিহত হন।
রবিবার
১৭ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
১৭ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ