রিপোর্ট : ইমাম বিমান: ঝালকাঠি সদরের বিনয়কাঠি ইউনিয়নের কল্যাণকাঠী থেকে আবাসন হয়ে সঞ্জয়পুর, গগণ বাজার হয়ে মুড়াসাতা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে নবগ্রাম বাজার পর্যন্ত বেড়ীবাঁধ রাস্তাটির বেহাল দশার কারনে জনদূর্ভোগ চরমে। ঝালকাঠি বরিশাল সীমান্তবর্তী বিনয়কাঠি ইউনিয়নের কল্যাণকাঠী-ভায়া আবাসন-সঞ্জয়পুর থেকে গগণ বাজার হয়ে মুড়াসাতা সরকারী প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত আনুমানিক ২০ কিলোমিটার বেড়ীবাঁধ মাটির রাস্তাটির বেহাল দশার কারনে জনদূর্ভোগ চরম আকার ধারন করেছে। এই রাস্তাটি দিয়ে প্রতিদিন শত শত মানুষ জীবিকার টানে বরিশালসহ ঝালকাঠি শহরের চলাচল করে থাকে। রাস্তায় চলাচলকারীদের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানগামী শিক্ষার্থীদের বেশী দূর্ভোগ পোহাতে হয় কারন একটু বৃষ্টি হলেই হাঁটু পর্যন্ত কাঁদা হয়, এ সময় হাটু কাঁদাপানিতে সয়লাব হয় তখন ঘটে ছোট বড় দূর্ঘটনা এমনকি রাস্তা থেকে বিদ্যালয়গামী কোমলমতী শিশুরা আছাড় খেয়ে অাহত হচ্ছে, তাদের সাথে থাকা বই-পুস্তক জামাকাপড় ভিজে একাকার হয়ে যায়। তবে নারীদের কষ্ট হয় বেশী বিশেষ করে গর্ভবতী নারীদের চিকিৎসা কেন্দ্রে নিতে হলে অভিভাবকদের কষ্টের আর শেষ থাকে না কারন রাস্তার বেহাল দশার জন্য কোন গাড়ী ঢুকতে পারে না। এই এলাকাটি কৃষি নির্ভর হওয়ায় গরীব কৃষকরা ফসলাদি নিয়ে হাট বাজারে যেতে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। পাশাপাশি গ্রাম গুলোর মধ্য দিয়ে বয়ে যাওয়া ছোট্র ছোট্র খাল গুলো প্রায় বিলুপ্তির পথে তাই কৃষকেরা তাদের ফসল সঠিক সময় বাজারজাত করতে পারে না ফলে তাদের ফসলের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছে। শুধু তাই নয় এটি জেলার সীমান্তবর্তী ইউনিয়নের বেড়ীবাঁধ রাস্তাটি প্রতি বছরই নদী ভাঙ্গনে বিলীন হচ্ছে ও বেড়ীবাঁধ রাস্তাটি দুই জেলার সীমান্তে হওয়ায় এখানে মাদক ব্যাসায়ীরা নির্ভয়ে তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছে শুধু তাই নয় মাদক অভিযানে রাস্তার বেহাল অবস্থা থাকায় সঠিক ভাবে মাদক অভিযান সম্ভব হচ্ছে না। চুরি ডাকাতির সংবাদ পেলে রাস্তার বেহাল অবস্থা থাকায় বেড়ীবাঁধ সংলগ্ন এলাকায় প্রশাসন অাসতে ব্যাপক সমস্যার সম্মুখিন হচ্ছে। বেড়ীবাঁধ রাস্তায় চলাচলকারি ও স্থানীয় বাসিন্দা মোঃ মোস্তাফা তালুকদার, মোঃ জাহঙ্গীর তালুকদার ও মোঃ জামান তালুকদার সাংবাদিকদের দুঃখ প্রকাশ করে বলেন, প্রতি বছরই রাস্তা সংস্কারের নামে রাস্তার দুই পাশ থেকে কিছু মাটি কেটে ছেটে রাস্তার উপর দিয়ে থাকে একটু বৃষ্টি হলেই তা চলাচলের অনুপযোগী হয়ে পরে এবং মাটি ধুয়ে পাশে পড়ে যায় এর চেয়ে যদি ইট বিছিয়ে দিতো তাহলে জনগনের উপকারে আসতো রাস্তাটি পাকা না থাকার কারনে তাদের চলাচলে বেশ কষ্ট হচ্ছে তাই এ ব্যাপারে অত্র এলাকার জনগন স্থানীয় এমপি মাননীয় শিল্পমন্ত্রী’র হস্তক্ষেপ কামনা করেন। রাস্তা সম্পর্কে স্থানীয় ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মোঃ সাইফুল ইসলাম খান জানান, এই রাস্তাটি অতিগুরুত্বপূর্ন তাই জরুরী ভিত্তিতে এই রাস্তাটি কাপেটিং হওয়া প্রয়োজন ।