নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: বিএনপি চেয়ারপার্সন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দূর্নীতি ও জাতীয় পতাকার মানহানি মামলায় গ্রেফতারী পরোয়ানা জারির প্রতিবাদে শনিবার (১৪ অক্টোবর) বিএনপি নেতা ইয়াসের খাঁন চৌধুরীর নেতৃাত্বাধীন ময়মনসিংহের নান্দাইল পৌর ছাত্রদলের উদ্দ্যোগে এক বিক্ষোভ মিছিল নান্দাইল উপজেলার সব-রেজিষ্ট্রার কার্যালয়ের সামনে থেকে জলসিঁিড় বাসষ্টেট পর্যন্ত শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষে এক সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সভাপতি মফিজুর রহমান রতন, উপজেলা ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন ও পৌর ছাত্র দল শাখার সভাপতি মাজহারুল ইসলাম, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক সুলতান আহম্মেদ সুজন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক প্রান্ত হোসেন পিয়াস, সাংগঠনিক সম্পাদক ইমরান সরকার, সাংস্কৃতিক সম্পাদক হৃদয় মিয়া, ছাত্রদল নেতা টিপু সুলতান, মেহেদী হাসান স্বপন, বাছির উদ্দিন ভূইঁয়া, নোমান, সৈয়দ সাদ্দাম ও সোহেল প্রমুখ নেতৃবৃন্দ। বক্তারা অবিলম্বে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করে গ্রেফতারি ফরোয়ানা বাতিল করার দাবী জানান।
সোমবার
১৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
১৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ