মেহেরপুর প্রতিনিধিঃ মেহেরপুর জেলা শিল্প ও বণিক সমিতির ১৪তম দ্বি-বার্ষিক নির্বাচনের ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টা থেকে জেলা শিল্পকলা একামেডী মিলনায়তনে এ ভোট গ্রহন শুরু হয় বিকেল ৪টা পর্যন্ত ।
প্রথম শ্রেনীর ১২টি পদের বিপরীতে ২১ জন প্রার্থীর প্রাপ্ত প্রাথমিক ফলাফলে আলহাজ্ব গোলাম রসুল ৩৭৩ ভোট, আসলাম খান ৩১০ভোট, একেএম আনারুল হক ৩০৬ভোট, আবু হানিফ বাবু ২৮৯ ভোট, নুর হোসেন আঙ্গুর ২৭৬ ভোট, আরিফুল এনাম বকুল ২৭২ ভোট, সাজ্জাদুল আনাম ২৭১ ভোট, ওমর ফারুক খান ২৬৫ ভোট, সাফুয়ান উদ্দিন আহম্মেদ ২৫৮ ভোট, আশকার আলী ২৫৬ ভোট, জয়নাল আবেদিন ২৩১ ভোট, গোলাম মুর্শিদ চন্দন ২২৭ ভোট পেয়ে সদস্য পদ লাভ করেন। এছাড়াও আমিনুল ইসলাম ২০২ ভোট , এ.জেম.এম মারুফুজ্জোহা গোরা ১৯৪ ভোট, শ্যাম সুন্দর আগরওয়ালা ১৯২ ভোট, আজিজুর রহমান ১৮৩ ভোট, কামরুজ্জামান ১৭৯ ভোট, মনিরুজ্জামান সুজন ১৪৭ ভোট, আব্দুর রশিদ ১৪৬ ভোট , সবুক্তগীন মাহমুদ পলাশ ১১৫ ভোট, আনারুল ইসলাম ৮৫ ভোট পেয়েছেন। ১ম শ্রেণীতে ৪৬৩ ভোটের মধ্যে পোল হয়েছে ৪৩৫ ভোট।পোল হয়নি ২৮টি ভোট।
অপর দিকে, ২য় শ্রেণীর ৫টি পদের বিপরীতে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করেন। প্রাপ্ত প্রাথমিক ফলাফলে হাজী মো: আলী হোসেন ২১ ভোট, মো: রফিক ২১ ভোট, মো: ফুরকান আলী ১৮ ভোট,শাহাবদ্দিন খান ২০ ভোট, আলী হোসেন খান ১৭ ভোট পেয়ে সহযোগী সদস্য পদ লাভ করেন এবং এস এম এনামুল আযীম রাশেদ পেয়েছেন ১৪ ভোট। ২য় শ্রেণীতে ৩৪ জন ভোটারের মধ্যে ৩১ টি ভোট পোল হয়েছে, বাতিল হয়েছে ৩টি ভোট।
জেলা শিল্প ও বণিক সমিতির ১৪তম দ্বি-বার্ষিক নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার ছিলেন মোঃ নুরুল ইসলাম।