মেহেরপুর প্রতিনিধিঃ পরিবেশের ভারসম্য রক্ষা ও পাখির অভায়রন্য তৈরিতে বৃক্ষরোপন অভিযান কর্মসূচী পালন করেছে মেহেরপুর সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের ৯৫ সালের এস.এসসি ব্যাচ। বৃহস্পতিবার দুুপুরে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের নতুন বাসস্ট্যান্ডে এ কর্মসূচীর উদ্বোধন করেন পুলিশ সুপার আনিছুর রহমান। এসময় বিলুপ্ত প্রায় তেঁতুল গাছের চারা রোপন করেন তারা। এতে পরিবেশের ভারসম্য রক্ষা পাবে ও পাখির অভয়ারন্য তৈরি হবে। এছাড়াও স্বাস্থ্যের দিক দিয়ে তেঁতুল অত্যান্ত গুরুত্বপূর্ন। জেলার বিভিন্ন সড়ক ও শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় তিন হাজার তেঁতুলের চারা রোপন করা হবে বলে জানান তারা । এ সময় সেখানে উপস্থিত ছিলেন এস.এস.সি ৯৫ ব্যাচের সভাপতি রাহিনুর জামান পলেন, সাধারণ সম্পাদক এস.এম সাইদুর রহামান, উপদেষ্টা শহিদুল ইসলাম পেরেশান, সাইফুল ইসলাম তেলা, সাংগাঠনিক সম্পাদক সাইদুর রহমান সুজন, কোষাধ্যক্ষ মাসুদ কেনালসহ সংগঠনের সদস্যরা।
মঙ্গলবার
১৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
১৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ