মেহেরপুর প্রতিনিধি ॥ মায়ানমারের রোহিঙ্গাদের উপর চলমান নির্যাতন ও গণহত্যা বন্ধের প্রতিবাদে মেহেরপুর জেলা উলামা পরিষদের উদ্যোগে মানববন্ধন ও র্যালী অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১০টার দিকে মেহেরপুর প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে নেতৃত্ব দেন জেলা উলামা পরিষদের সভাপতি মুফতি আবুল কালাম কাসেমী। বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মুফতি হাফিজুর রহমান, ওলামা পরিষদের নেতা আবু বক্কর, শফিকুল ইসলাম, জেলা ইসলামী আন্দোলনের সভাপতি খাদেমুল ইসলাম।
মানবন্ধন শেষে প্রেসক্লাবে সামনে থেকে একটি র্যালী করা হয়।র্যালিপি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে হোটেল বাজার নিমতলা মোড়ে যেয়ে শেষ হয়। মানবন্ধনে জেলা উলামা পরিষদের সাধারন সম্পাদক হাফিজুর রহমান, মওলানা শফিকুল ইসলাম, খাদিমুল ইসলাম, ইয়ারুল ইসলাম, সাদিকুর রহমানসহ জেলার বিভিন্ন কাওমী মাদ্রসার শিক্ষার্থীরা অংশ নেয়। মানববন্ধন থেকে মুসলিম রোহিঙ্গাদের উপর নির্যাতন ও গণহত্যাবন্ধ করার দাবী তোলা হয়। মায়ানমারের প্রধানমন্ত্রী অং সাং সুচীর দেওয়া ভাষনের তীব্র সমালোচনাও করেন বক্তারা। শেষে হামলার শিকার মুসুসমানদের মঙ্গল কামনা করে দোয়া করা হয়।