বঙ্গবন্ধু সেতুতে যান চলাচল শুরু!

  • amzad khan
  • আপডেট সময় : ১১:৫৫:০২ পূর্বাহ্ণ, রবিবার, ৮ জানুয়ারি ২০১৭
  • ৭৬৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বঙ্গবন্ধু সেতুতে যান চলাচল শুরু হয়েছে। কুয়াশা হালকা হওয়ায় আজ সকাল ৮টা থেকে যান চলাচল শুরু হয়েছে। এর আগে ঘন কুয়াশার কারণে ভোর ৪টা ৩৫ মিনিট থেকে সেতুর উপর দুর্ঘটনা এড়াতে যানবাহন চলাচল বন্ধ করে দেয় বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ।

এ সময় বঙ্গবন্ধু সেতুর টোল প্লাজা বন্ধ থাকায় সেতুর উভয় পাশে যানবাহনের দীর্ঘ লাইনের সৃষ্টি হয়। সকাল ৮টার দিকে ঘন কুয়াশা কিছুটা কেটে গেলে সেতুর উপর দিয়ে আবার যানবাহন চলাচল শুরু করে। এতে এ মহাসড়কের যান চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) আছাবুর রহমান জানান, ঘন কুয়াশার কারণে বঙ্গবন্ধু সেতুতে যে কোন ধরনের দুর্ঘটনা এড়াতে যানবাহন চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। ভোর ৪টা ৩৫ মিনিটে এই যানবাহন চলাচল বন্ধ করা হয়। তবে সেতু দিয়ে যানবাহনের চাপ কম থাকায় খুব বেশি যানজটের সৃষ্টি হয়নি। কুয়াশার ঘনত্ব কমে এলে আবারও যানবাহন চলাচল শুরু হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বঙ্গবন্ধু সেতুতে যান চলাচল শুরু!

আপডেট সময় : ১১:৫৫:০২ পূর্বাহ্ণ, রবিবার, ৮ জানুয়ারি ২০১৭

নিউজ ডেস্ক:

বঙ্গবন্ধু সেতুতে যান চলাচল শুরু হয়েছে। কুয়াশা হালকা হওয়ায় আজ সকাল ৮টা থেকে যান চলাচল শুরু হয়েছে। এর আগে ঘন কুয়াশার কারণে ভোর ৪টা ৩৫ মিনিট থেকে সেতুর উপর দুর্ঘটনা এড়াতে যানবাহন চলাচল বন্ধ করে দেয় বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ।

এ সময় বঙ্গবন্ধু সেতুর টোল প্লাজা বন্ধ থাকায় সেতুর উভয় পাশে যানবাহনের দীর্ঘ লাইনের সৃষ্টি হয়। সকাল ৮টার দিকে ঘন কুয়াশা কিছুটা কেটে গেলে সেতুর উপর দিয়ে আবার যানবাহন চলাচল শুরু করে। এতে এ মহাসড়কের যান চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) আছাবুর রহমান জানান, ঘন কুয়াশার কারণে বঙ্গবন্ধু সেতুতে যে কোন ধরনের দুর্ঘটনা এড়াতে যানবাহন চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। ভোর ৪টা ৩৫ মিনিটে এই যানবাহন চলাচল বন্ধ করা হয়। তবে সেতু দিয়ে যানবাহনের চাপ কম থাকায় খুব বেশি যানজটের সৃষ্টি হয়নি। কুয়াশার ঘনত্ব কমে এলে আবারও যানবাহন চলাচল শুরু হয়েছে।