শিরোনাম :
Logo শেরপুরে নিখোঁজের তিন দিন পর কিশোরীর মরদেহ উদ্ধার Logo হিটের প্রকল্প মূল্যায়নে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করা হচ্ছে: ইউজিসি চেয়ারম্যান Logo পলাশবাড়ী কালীবাড়ী বাজারে অবৈধ দখল উচ্ছেদ Logo পলাশবাড়ীতে ইউপি সদস্যের  হাত পা ভেঙ্গে দিয়েছে একদল দুর্বৃত্তরা  Logo ঝালকাঠির নবগ্রাম কৃষি ব্যাংক ব্যবস্থাপকের বিরুদ্ধে অভিযোগ তদন্তে সরেজমিনে ডিজিএম Logo সামাজিক মাধ্যমে অপপ্রচারে জর্জরিত দেশের শিল্পাঙ্গন বিনোদন প্রতিবেদন Logo ইবি কারাতে ক্লাবের নেতৃত্বে নোমান-সাদিয়া Logo গৌরবের অষ্টম বর্ষে আলোর দিশার পদার্পণে থাকছে নানা আয়োজন Logo শিক্ষার্থীদের রিটেক সমস্যা সমাধানে গাফিলতির অভিযোগ যবিপ্রবি প্রশাসনের বিরুদ্ধে  Logo নতুন ভবনেই বদলে যাবে সফিবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র”

বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানোর জন্যই এসেছি: প্রধানমন্ত্রী !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:০৭:৪৩ পূর্বাহ্ণ, রবিবার, ২৭ আগস্ট ২০১৭
  • ৭৫২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানোর জন্যই এসেছি, তাদের সুখ দুঃখের সাথী হতে এসেছি। পানি নেমে না যাওয়া পর্যন্ত সহযোগিতা অব্যাহত থাকবে।

বন্যায় কাউকে কষ্ট পেতে দিব না। যাদের ঘরবাড়ি ভেঙে গেছে তাদেরকে আমরা সার্বিক সহযোগিতা করব। স্কুল-কলেজ মেরামত করে দিব। নদী ভাঙন থেকে গোটা দেশ রক্ষায় প্রকল্প হাতে নিয়েছি। গতকাল বগুড়ার সারিয়াকান্দি ডিগ্রি কলেজ মাঠে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ সামগ্রী ও ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে ধানের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথাগুলো বলেন। এর আগে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার পাবলিক লাইব্রেরী মাঠে গোবিন্দগঞ্জ থেকে হেলিকপ্টার যোগে অবতরণ করেন। অবতরণ করেই প্রধানমন্ত্রী জনসভায় যোগ দেন।

শেখ হাসিনা বলেন, বিএনপি-জামায়াত জোট সরকার উৎখাতের নামে আগুন সন্ত্রাস চালিয়েছে। হাজার হাজার গাছ কেটেছে। নির্বাচন ঠেকানোর নামে তান্ডব চালিয়েছে। আগুনে মানুষ পুড়িয়ে মারা ছাড়া কিছু জানে না বিএনপি-জামায়াত জোট। ২০১৪ সালে নির্বাচন ঠেকানোর নাম করে স্কুল পুড়িয়েছে, বাসে-ট্রাকে, লঞ্চে, ট্রেনে আগুন দিয়েছে। সবখানে আগুন দিয়েছে বিএনপি-জামায়াত জোট। তারা মানুষ পুড়িয়ে মেরেছে। আমার পরিবারকে যারা হত্যা করেছে, তাদেরকে জিয়াউর রহমান চাকরি দিয়ে প্রতিষ্ঠিত করেছিল। আওয়ামী লীগ ক্ষমতায় আসলে জনগণ ভালো থাকে, বিনা পয়সায় বই, চিকিৎসা, কর্মসংস্থান হয়। আমরা দেশের সেবা করি।

প্রধানমন্ত্রী আরও বলেন, ক্ষমতায় না থাকতেও আমরা পাশে ছিলাম আজও আছি। বন্যায় ক্ষতিগ্রস্থ বাড়িঘর, শিক্ষা প্রতিষ্ঠান মেরামত করার জন্য যথেষ্ট পরিমাণ অর্থ বরাদ্দ দেয়া হয়েছে। বই-খাতা নষ্ট হয়ে থাকলে নতুন বই, খাতা দেয়া হবে। চিকিৎসা সেবা দেয়ার জন্য টিম করা হয়েছে। কৃষক যাতে পূনরায় চাষবাদ করতে পারে তার জন্য ব্যবস্থা, ধানসহ অন্যান্য ফসল ফলাতে ব্যবস্থা নেয়া হয়েছে। সব ধরনের সহযোগিতা করা হবে। একটি মানুষও না খেয়ে কষ্ট না পায়, সে ব্যবস্থাও নেয়া হয়েছে। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কাজ করছে। আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশের জন্য কাজ করে। আওয়ামী লীগের কাজ জনগণের কল্যাণ করা।

বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনুর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কৃষি মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, সারিয়াকান্দি-সোনাতলা এলাকার এমপি আব্দুল মান্নান, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, খাদ্যমন্ত্রী এড. কামরুল ইসলাম, পানি সম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, আওয়ামী লীগের কেন্দ্রিয় কমিটির যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর কবির নানক এমপি প্রমুখ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

শেরপুরে নিখোঁজের তিন দিন পর কিশোরীর মরদেহ উদ্ধার

বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানোর জন্যই এসেছি: প্রধানমন্ত্রী !

আপডেট সময় : ১১:০৭:৪৩ পূর্বাহ্ণ, রবিবার, ২৭ আগস্ট ২০১৭

নিউজ ডেস্ক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানোর জন্যই এসেছি, তাদের সুখ দুঃখের সাথী হতে এসেছি। পানি নেমে না যাওয়া পর্যন্ত সহযোগিতা অব্যাহত থাকবে।

বন্যায় কাউকে কষ্ট পেতে দিব না। যাদের ঘরবাড়ি ভেঙে গেছে তাদেরকে আমরা সার্বিক সহযোগিতা করব। স্কুল-কলেজ মেরামত করে দিব। নদী ভাঙন থেকে গোটা দেশ রক্ষায় প্রকল্প হাতে নিয়েছি। গতকাল বগুড়ার সারিয়াকান্দি ডিগ্রি কলেজ মাঠে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ সামগ্রী ও ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে ধানের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথাগুলো বলেন। এর আগে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার পাবলিক লাইব্রেরী মাঠে গোবিন্দগঞ্জ থেকে হেলিকপ্টার যোগে অবতরণ করেন। অবতরণ করেই প্রধানমন্ত্রী জনসভায় যোগ দেন।

শেখ হাসিনা বলেন, বিএনপি-জামায়াত জোট সরকার উৎখাতের নামে আগুন সন্ত্রাস চালিয়েছে। হাজার হাজার গাছ কেটেছে। নির্বাচন ঠেকানোর নামে তান্ডব চালিয়েছে। আগুনে মানুষ পুড়িয়ে মারা ছাড়া কিছু জানে না বিএনপি-জামায়াত জোট। ২০১৪ সালে নির্বাচন ঠেকানোর নাম করে স্কুল পুড়িয়েছে, বাসে-ট্রাকে, লঞ্চে, ট্রেনে আগুন দিয়েছে। সবখানে আগুন দিয়েছে বিএনপি-জামায়াত জোট। তারা মানুষ পুড়িয়ে মেরেছে। আমার পরিবারকে যারা হত্যা করেছে, তাদেরকে জিয়াউর রহমান চাকরি দিয়ে প্রতিষ্ঠিত করেছিল। আওয়ামী লীগ ক্ষমতায় আসলে জনগণ ভালো থাকে, বিনা পয়সায় বই, চিকিৎসা, কর্মসংস্থান হয়। আমরা দেশের সেবা করি।

প্রধানমন্ত্রী আরও বলেন, ক্ষমতায় না থাকতেও আমরা পাশে ছিলাম আজও আছি। বন্যায় ক্ষতিগ্রস্থ বাড়িঘর, শিক্ষা প্রতিষ্ঠান মেরামত করার জন্য যথেষ্ট পরিমাণ অর্থ বরাদ্দ দেয়া হয়েছে। বই-খাতা নষ্ট হয়ে থাকলে নতুন বই, খাতা দেয়া হবে। চিকিৎসা সেবা দেয়ার জন্য টিম করা হয়েছে। কৃষক যাতে পূনরায় চাষবাদ করতে পারে তার জন্য ব্যবস্থা, ধানসহ অন্যান্য ফসল ফলাতে ব্যবস্থা নেয়া হয়েছে। সব ধরনের সহযোগিতা করা হবে। একটি মানুষও না খেয়ে কষ্ট না পায়, সে ব্যবস্থাও নেয়া হয়েছে। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কাজ করছে। আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশের জন্য কাজ করে। আওয়ামী লীগের কাজ জনগণের কল্যাণ করা।

বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনুর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কৃষি মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, সারিয়াকান্দি-সোনাতলা এলাকার এমপি আব্দুল মান্নান, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, খাদ্যমন্ত্রী এড. কামরুল ইসলাম, পানি সম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, আওয়ামী লীগের কেন্দ্রিয় কমিটির যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর কবির নানক এমপি প্রমুখ।